Advertisement

Virat Kohli: ১১ বছর আগে এই দিনেই অভিষেক হয়েছিল বিরাটের, দেখুন কোহলির না দেখা ছবি

প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির টেস্ট কেরিয়ার ১১ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তিনি তার টেস্ট ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত স্মরণ করলেন। কোহলি একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তিনি বিশেষ ছবি দেখছেন।

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (টুইটার)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jun 2022,
  • अपडेटेड 7:47 PM IST

২০ জুন তারিখটি ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) জন্য বিশেষ একটি দিন। বর্তমান যুগের তিনজন বড় ক্রিকেটারের অভষেক হয়েছিল এই বিশেষ দিনে। বিশেষ বিষয় হল এখনও তিনজনই টিম ইন্ডিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে সক্রিয়। তাদের নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং বিরাট কোহলি। বিরাটের (Virat Kohli) টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই দিনে। 
 
প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির টেস্ট কেরিয়ার ১১ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তিনি তার টেস্ট ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত স্মরণ করলেন। কোহলি একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তিনি বিশেষ ছবি দেখছেন।

কোহলি একটি ভিডিও শেয়ার করেছেন 
ভিডিও সহ পোস্টে কোহলি লিখেছেন- 'সময় চলে যায়।' বিরাট কোহলির শেয়ার করা ভিডিওটি ডেস্কটপের পর্দার মতো। যেখানে লগ ইন করে টেস্ট ম্যাচের ফোল্ডারে শেয়ার করা হয়েছে ১১ বছরের কেরিয়ারের বিশেষ ছবি।

 


১৮ আগস্ট ২০০৮-এ বিরাট কোহলি তার আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ম্যাচ খেলেন। তিন বছর পর টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। বিরাট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ জুন ২০১১-এ প্রথম টেস্ট খেলেছিলেন। এই ম্যাচটি কিংস্টনে খেলা হয়েছিল। অভিষেক টেস্টে কোহলি করেন ৪ ও ১৫ রান। ভারতীয় দল এই টেস্ট জিতেছিল ৬৩ রানে। 

আরও পড়ুন: এই দিনেই অভিষেক হয়েছিল সৌরভ-বিরাট-দ্রাবিড়ের

আরও পড়ুন: 'ব্যাক্তিগত ভাবে আঘাত পেয়েছিলাম,' মুখ খুললেন ঋদ্ধিমান

কোহলি তাঁর কেরিয়ারে এখন পর্যন্ত ১০১টি টেস্ট ম্যাচ খেলেছেন। এতে তিনি ২৭টি সেঞ্চুরি করে মোট ৮০৪৩ রান করেছেন।   কোহলি তার সেরা স্কোর করেছেন অপরাজিত ২৫৪ রান। এর বাইরে কোহলি তাঁর কেরিয়ারে ২৬০টি ওডিআই এবং ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এতে ওয়ানডেতে ১২৩১১ রান এবং টি-টোয়েন্টিতে ৩২৯৬ রান করেছেন। ওয়ানডেতে ৪৩টি সেঞ্চুরি করেছেন কোহলি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement