গত বছরের সেপ্টেম্বর মাস থেকে গত মাস অবধি ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। নতুন বছরে টিম ইন্ডিয়া তাকিয়ে রয়েছে তাঁদের নতুন কোচ ও অধিনায়কের দিকে। কোচের পদ থেকে রবি শাস্ত্রীর (Ravi Shastri) পদত্যাগের পর বোর্ড রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কোচ হিসেবে নিয়োগ করে। কোচের পাশাপাশি নতুন অধিনায়কও পেইয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির (Virat Kohli) ইস্তফার পর টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়কত্ব রোহিত শর্মার (Rohit Sharma) হাতে তুলে দেওয়া হয়। এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর বিরাট কোহলিও টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছেন যদিও নতুন অধিনায়ক কে হবেন তা এখনও ঠিক হয়নি। ।
এখন বিরাট নেতার ভূমিকায়
অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার পর দীর্ঘদিন পর নিজে মন্তব্য করলেন বিরাট কোহলি। তিনি ভারতীয় দলে তার ভূমিকা নির্ধারণ করেছেন। বিরাট কোহলি কথোপকথনের সময় বলেছিলেন যে নেতা হওয়ার জন্য আপনাকে অধিনায়ক হওয়ার দরকার নেই।
এখন বিরাট নেতার ভূমিকায়
অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার পর দীর্ঘদিন পর প্রকাশ্যে মন্তব্য করলেন বিরাট কোহলি। ভারতীয় দলে তাঁর বর্তমান ভূমিকা সম্পর্কে স্পষ্ট করেছেন। বিরাট কোহলি বলেন, ''নেতা হওয়ার জন্য আপনাকে অধিনায়ক হতেই হবে এমন কোনও মানে নেই।'' মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) উদাহরণ তুলে ধরে বিরাট কোহলি বলেছেন যে অধিনায়কত্ব ছাড়ার পরেও, ধোনি দলের নেতাই ছিলেন। সবসময়ই ধোনির ইনপুট প্রয়োজন.হত বিরাট কোহলির। এই বিবৃতির মধ্যে দিয়ে বিরাট স্পষ্ট করেছেন যে দলের প্রয়োজনে তিনি রোহিতের পাশেই থাকবেন।
আরও পড়ুন: শার্দূল-ক্রুণাল... IPL নিলামে নজরে যে অলরাউন্ডাররা
ধোনি এই ভূমিকাটা ভালই পালন করেছেন
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরেও টিম মিটিংয়ে তার পরামর্শ দিয়েছেন। কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের সাফল্যের পেছনে ধোনিকেও কৃতিত্ব দেওয়া হয়। বিরাট তাঁর বক্তব্য থেকে প্রায় পরিষ্কার করে দিয়েছেন যে ধোনির ভূমিকাতেই এবার তাঁকে দেখা যাবে। বিরাট অভিজ্ঞ, তিনি দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন।
নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সিরিজ খেলবে ভারতীয় দল। বিরাটকে একজন ব্যাটার হিসাবে দেখা যাবে। টিম ইন্ডিয়াতে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। বিরাট ব্যাটার হিসেবে বিশ্বের অন্যতম সেরা। তাঁর ভক্তরা দীর্ঘদিন ধরেই তাঁর সেঞ্চুরির জন্য অপেক্ষা করছেন। হাফ সেঞ্চুরি পেলেও শতরান আসছে না তাঁর ব্যাট থেকে। মনে করা হচ্ছে ফর্মে থাকা বিরাট কিছুদিনের মধ্যেই তাঁর ৭১ তম শতরান করে ফেলবেন।