Advertisement

Anushka Sharma Birthday: 'তুমিই আমার সব কিছু, আরও বেশি ভালোবাসব...', অনুষ্কার জন্মদিনে আর কী বললেন বিরাট?

জীবনসঙ্গী অনুষ্কা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বিরাট? দেখুন ভালোবাসায় ভরা সেই শুভেচ্ছাবার্তা ও তারকা দম্পতির ছবি।

Anushka Sharma Birthday Anushka Sharma Birthday
Aajtak Bangla
  • 01 May 2025,
  • अपडेटेड 5:18 PM IST

মে দিবসে ৩৭ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। গিন্নিকে শুভেচ্ছা জানাতে দীর্ঘদিন বাদে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বিরাট কোহলি। বিশেষ দিনে ভালোবাসার মানুষের জন্য বিশেষ বার্তা লিখলেন তিনি। সঙ্গে পোস্ট করলেন নিজেদের একটি সুন্দর মুহূর্তের ছবি। সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ভাইরাল হয়েছে বিরুষ্কার সেই ছবি। লাইক, কেয়ার, শেয়ার শুরু করেছেন অনুরাগীরা। 

স্ত্রীর প্রতি ভালোবাসা উজার করে দিয়েছেন বিরাট কোহলি। ইনস্টা পোস্টে লিখেছেন, 'আমার প্রিয় বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার বেস্ট হাফ এবং আমার সব কিছু তুমি। আমাদের জীবনে তুমিই দিকপ্রদর্শনকারী। প্রতিদিন তোমায় আরও বেশি ভালোবাসি। প্রিয়তমা তোমায় জন্মদিনের শুভেচ্ছা।'সাধারণত স্ত্রীকে 'বেটার হাফ' বলা হয়ে থাকে। তবে বিরাটের লেখা 'বেস্ট হাফ' কথাটি মন ছুঁয়েছে নেটিজেনদের। 

 

হালকা বেজ রঙের ম্যাচিং পোশাক, সানগ্লাস এবং স্মার্টওয়াচে তারকা দম্পতির ছবি সকলের নজর কেড়েছে। বিরাটের বাঁ হাতে ট্যাটুও আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে অনুষ্কার স্টাইল স্টেটমেন্ট। ২০১৭ সালে ইতালির তালক্যানিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। বরাবরই সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার দৃশ্য অনুরাগীদের জন্য কাপল গোলস শিখিয়েছে। এ বারের ছবি এবং অনুস্কার জন্য বিরাটের বিশেষ বার্তা ফের একবার কাপল গোলসের হ্যাশট্যাগে দু'জনকে প্রথমসারিতে রেখেছে। 

যদিও কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম ফিড থেকে সমস্ত বিজ্ঞাপন এবং স্পনসর্ড কনটেন্ট ডিলিট করে চর্চিত হন বিরাট কোহলি। আচমকাই ক্রিকেটারের এই পদক্ষেপ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে। 

 

Read more!
Advertisement
Advertisement