Advertisement

Rishabh Pant Delhi Capitals IPL 2023: IPL-এ অনিশ্চিত ঋষভ, দিল্লির ক্যাপ্টেন কে হতে পারেন? দৌড়ে যাঁরা...

IPL 2023 সিজন শুরু হচ্ছে এপ্রিল মাসে। সে ক্ষেত্রে ঋষভের পরিবর্তে কাউকে ক্যাপ্টেন করা রীতিমতো চ্যালেঞ্জের দিল্লি ক্যাপিটালস-এর কাছে। ঋষভের জায়গায় ব় দাবিদার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্তডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্ত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Jan 2023,
  • अपडेटेड 9:58 AM IST
  • অস্ট্রেলিয়ার তারকা অপেনার ডেভিড ওয়ার্নার
  • ভারতীয় তারকা পৃথ্বী শ
  • ভারতীয় দলের ব্যাটার মণীশ পাণ্ডে

ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant) পথদুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে। এহেন সময়ে উদ্বেগে রয়েছে IPL-এর ফ্র্যাঞ্চাইজি টিম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক ঋষভ পন্ত। ডাক্তাররা জানাচ্ছেন, সম্পূর্ণ সুস্থ হতে ৫ থেকে ৬ মাস লাগবে ঋষভের। 

IPL 2023-এর সিজন শুরু এপ্রিলে

IPL 2023 সিজন শুরু হচ্ছে এপ্রিল মাসে। সে ক্ষেত্রে ঋষভের পরিবর্তে কাউকে ক্যাপ্টেন করা রীতিমতো চ্যালেঞ্জের দিল্লি ক্যাপিটালস-এর কাছে। ঋষভের জায়গায় ব় দাবিদার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। এঁদের দুজনের মধ্যে কাউকে একজনকে অধিনায়ক করতে পারে দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন

এছাড়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও ভারতীয় তারকা মণীশ পান্ডেও দৌড়ে রয়েছেন। এখন দেখার, ঋষভ সুস্থ হয়ে কবে আবার মাঠে নামতে পারেন।  

অস্ট্রেলিয়ার তারকা অপেনার ডেভিড ওয়ার্নার

IPL-এ আগেও অধিনায়কত্ব সামলেছেন ওয়ার্নার। ওয়ার্নারের অধিনায়কত্বেই ২০১৬ সালে  IPL জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সম্প্রতি টেস্টে দ্বিতীয় শতরানেও তিনি বুঝিয়ে দিয়েছেন, ফর্মে ফিরছেন।

ভারতীয় তারকা পৃথ্বী শ

পৃথ্বী শ-ও দিল্লি দলের অধিনায়কত্বের আরও এক দাবিদার। পৃথ্বীরও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। পৃথ্বী শয়ের অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের অনুর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জেতে। ২৩ বছরের পৃথ্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের ক্যাপ্টেন ছিলেন। দিল্লি এই তরুণ ক্রিকেটারের উপরেও ভরসা রাখতে পারে।

ভারতীয় দলের ব্যাটার মণীশ পাণ্ডে

দিল্লি দলে মণীশ পাণ্ডেরও অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের ক্যাপ্টেন ছিলেন মণীশ। দিল্লি ক্যাপিটালস-এর রস্টারে একমাত্র প্লেয়ার, যাঁকে IPL-এর ১৫টি সিজনেই দেখা গিয়েছে। ২০২৩-এর সিজনের জন্য মণীশকে ২.৪ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস-এর টিম কেমন?

Advertisement

ঋষভ পন্ত (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মুকেশ কুমার, রিলি রোসো, মণীশ পাণ্ডে, পৃথ্বী শ, ফিল সল্ট, রিপল প্যাটেল, রোমেন পাওয়েল, অক্ষর প্যাটেল, কমলেশ নাগেরকোটি, ললিত যাদব, মিচেল মার্শ, প্রবীণ দুবে, সরফরাজ খান, ভিকি অস্টওয়াল, যশ ধুল, আমান খান, অ্যানরিচ নরকিয়া, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ, ফিল সল্ট, ইশান্ত শর্মা।
 

Read more!
Advertisement
Advertisement