Advertisement

Wriddhiman Saha: 'বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান,' বলছেন কার্তিক

আইসিসি (ICC) রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''ঋদ্ধিমান বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। আমি ওর সাক্ষাৎকার গুলো দেখেছি। শুধুমাত্র উইকেটের পেছনে নয়, ব্যাট হাতেও ভারতের হয়ে অনেক অসাধারণ ইনিংস খেলেছে ও।''

ঋদ্ধিমান সাহা ও দিনেশ কার্তিক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Mar 2022,
  • अपडेटेड 9:23 AM IST
  • ঋদ্ধিমান সাহার প্রশংসা করলেন দিনেশ কার্তিক
  • ধোনির মতো ঋষভ পান্তও দলে জায়গা করে নিয়েছেন

ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে বিতর্ক চলছেই। এবার মুখ খুললেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার দিনেশ কার্তিক (Dinesh Karthik)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) দলের এই ক্রিকেটার মনে করেন, দল থেকে বাদ পড়লে সকলেরই খারাপ লাগে। বাদ পড়া মানে প্রত্যাখ্যাত হওয়া। তবে ঋষভ পান্ত (Rishabh Pant) ভারতীয় দলে জায়গা পাকা করেছেন ভাল খেলে। এটাও মানতে হবে। 

আইসিসি (ICC) রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''ঋদ্ধিমান বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার। আমি ওর সাক্ষাৎকার গুলো দেখেছি। শুধুমাত্র উইকেটের পেছনে নয়, ব্যাট হাতেও ভারতের হয়ে অনেক অসাধারণ ইনিংস খেলেছে ও।'' 

ধোনির মতোই পান্ত দলে এসেছে
কার্তিক মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) মতোই ভারতীয় দলে এসেছেন ঋষভ। আর তার ফলেই দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে জায়গা হয়েছে ঋদ্ধিমানের। মাঝে মধ্যে টেস্টে সুযোগ পেয়েছেন। ৪০ টি টেস্টে ১৩৫৩ রান রয়েছে তাঁর। যার মধ্যে রয়েছে তিনটি শতরান ও ছয়টি অর্ধ শতরান। উইকেটকিপার হিসেবে ১০৪ বার বিপক্ষের ব্যাটারকে আউট করেছেন তিনি। কখনো উইকেটের পেছনে অসাধারণ ক্যাচ নিয়েছেন কখনও বা ক্রিজের বাইরে থাকা ব্যাটারকে স্টাম্প করেছেন। কার্তিক বলেন, ''পান্ত ধোনির মতোই ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। শেষ কয়েক বছরে ও খুব ভাল খেলছে। আর সেই কারণেই দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থেকে যেতে হয়েছে ঋদ্ধিমানকে। এটা মেনে নিতে খুব কষ্ট হয়। আমরা সকলেই দেশের জন্য খেলতে চাই। তাই কেউ এসে যদি বলে তোমার সময় শেষ হয়ে গিয়েছে তবে সেটা মানতে কষ্ট হবেই। তবে বুঝতে হবে কোচ, নির্বাচক বা অধিনায়ক কী চাইছে। তারা ভবিষ্যতের কথা ভাবতে চাইছে।''

আরও পড়ুন: ঝাঁ চকচকে লাক্সারি গাড়ি কিনলেন রোহিত শর্মা, দাম জানেন?

Advertisement

আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি-গাড়ি; রয়েছে ঘোড়াও, রবীন্দ্র জাদেজার কত সম্পত্তি জানেন?

পুরো ব্যাপারটা কি

আসলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি ঋদ্ধিমান সাহা। এর পরে তিনি প্রকাশ করেছিলেন যে কোচ রাহুল দ্রাবিড় তাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছেন যে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তাকে আশ্বাস দিয়েছেন যে দলে জায়গাটি তার অধীনে থাকবে। এই সমস্ত প্রকাশের পরে,বিসিসিআই সাহার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছে।                      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement