Advertisement

Neymar Injury Updates: গোড়ালির চোটে কাবু নেইমার, বিশ্বকাপ আর খেলতে পারবেন? টিম ডাক্তার দিলেন আপডেট

Neymar Injury: সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকেলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেলে লাগে। আইস ব্যাগ দেওয়ার পরেও ৩০ বছর বয়সী ব্রাজিল অধিনায়ককে বেশ কষ্ট পাচ্ছেন বলেই মনে হয়। মাঠ ছেড়ে উঠেও যেতে হয় তাঁকে। কেমন আছেন নেইমার? বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন তো?

চোটে কাবু নেইমার
Aajtak Bangla
  • দোহা,
  • 25 Nov 2022,
  • अपडेटेड 12:41 PM IST
  • অ্যাঙ্কেলে চোট নেইমারের
  • কতটা গুরুতর চোট 
  • কত দিন লাগবে সুস্থ হতে?

FIFA বিশ্বকাপ ২০২২-এ (FIFA World Cup 2022) সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়েই অভিযান শুরু করল ব্রাজিল (Brazil vs Serbia)। কিন্তু যাবতীয় সেলিব্রেশনের আবহেই ব্রাজিল টিম ও ভক্তদের চিন্তায় রাখছে নেইমারের (Neymar) চোট। ম্যাচের ১১ মিনিটে নেইমারের অ্যাঙ্কেলে (Neymar Injury) চোট লাগে। 

অ্যাঙ্কেলে চোট নেইমারের

সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকেলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেলে লাগে। আইস ব্যাগ দেওয়ার পরেও ৩০ বছর বয়সী ব্রাজিল অধিনায়ককে বেশ কষ্ট পাচ্ছেন বলেই মনে হয়। মাঠ ছেড়ে উঠেও যেতে হয় তাঁকে। কেমন আছেন নেইমার? বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন তো?

কতটা গুরুতর চোট 

ব্রাজিল দলের ডাক্তার রডরিগো ল্যাসমার প্রেস কনফারেন্সে জানালেন, নেইমারের চোট কতটা, তা বোঝা যাবে স্ক্যান রিপোর্ট এলে। তাঁর কথায়, 'নেইমারের ডান অ্যাঙ্কেলে চোট লেগেছে। হঠাত্‍ প্রচণ্ড ব্যথায় কাবু হয়ে গিয়েছিলেন। আমরা তত্‍ক্ষণাত্‍ চিকিত্‍সা শুরু করে দিয়েছিলাম। ফিজিওথেরাপি চলছে।'

আরও পড়ুন: FIFA World Cup 2022: বিশ্বকাপের সেরা ফুটবলাররা, যাঁরা গোল্ডেন বুট জিতেছেন, রইল তালিকা

কত দিন লাগবে সুস্থ হতে?

ব্রাজিল দলের ডাক্তার জানান, চোট কতটা গভীর, তা MRI-এ বোঝা যাবে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগবে। শুক্রবার থেকে ফের চিকিত্‍সার ধরন বদলানোর পরিকল্পনা রয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। অপেক্ষা করতে হবে আমাদের।

আরও পড়ুন: FIFA World Cup 2022 Brazil: অ্যাটাকই বিশ্বকাপের ব্রাজিলের শক্তি, দুর্বল জায়গা কী?

নেইমার নিয়ে আশাবাদী তিতে

দলের ডাক্তারের পর ব্রাজিলের ম্যানেজার তিতে জানান, তাঁদের তারকা ফরোয়ার্ড বাকি সব ম্যাচ খেলতে পারবেন বলেই তিনি আশাবাদী।  বলেন, 'চোট পাওয়ার পরে যন্ত্রণা নিয়ে খেলে গিয়েছে ও (নেইমার)। টিমের স্বার্থে। দল যখন খেলছে, তখন চোটের যন্ত্রণা সহ্য করেও মাঠে সমান ভাবে চেষ্টা করার মনোভাব অনবদ্য। আপনারা নিশ্চিত থাকুন, নেইমার বিশ্বকাপ খেলবে। পুরোটাই খেলবে। আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ওকে পরবর্তী ম্যাচে ১০০ শতাংশ ভাবে পাওয়া।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement