Advertisement

Women IPL: মহিলাদের IPL-এ দল কিনতে জোর টক্কর, লড়াইয়ে হলদিরাম-আদানিও

২০২৩ সালে ভারতের মহিলা ক্রিকেটে (Women Cricket) বিপ্লব আসতে চলেছে। মহিলাদের ইন্ডিয়ান সুপার লিগ (IPLW) চালু হতে চলেছে। মহিলাদের আইপিএল-এ ফ্র্যাঞ্চেইজি নেওয়ার জন্য ৩০টিরও বেশি বড় কোম্পানি আগ্রহ দেখিয়েছে। বিসিসিআই দরপত্রের আবেদন করার পরেই এগিয়ে আসে একাধিক কোম্পানি।

শুরু হচ্ছে মহিলাদের আইপিএল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jan 2023,
  • अपडेटेड 12:58 PM IST
  • মহিলাদের আইপিএল নিয়ে উন্মাদনা
  • দল কিনতে মরিয়া ৩০টি কোম্পানি

২০২৩ সালে ভারতের মহিলা ক্রিকেটে (Women Cricket) বিপ্লব আসতে চলেছে। মহিলাদের ইন্ডিয়ান সুপার লিগ (IPLW) চালু হতে চলেছে। মহিলাদের আইপিএল-এ ফ্র্যাঞ্চেইজি নেওয়ার জন্য ৩০টিরও বেশি বড় কোম্পানি আগ্রহ দেখিয়েছে। বিসিসিআই দরপত্রের আবেদন করার পরেই এগিয়ে আসে একাধিক কোম্পানি। 

Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, যেসব কোম্পানি মহিলা আইপিএলের জন্য দল কেনার আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে রয়েছে হলদিরাম (Haldiram) এবং অ্যাপোলোর (Apollo) মতো বড় নাম। চেন্নাইয়ের বিখ্যাত শ্রীরাম গ্রুপ, নীলগিরি গ্রুপ এবং কাতকুরি গ্রুপও দল কেনার আগ্রহ দেখিয়েছে। 

আরও পড়ুন: ম্যাচের মাঝেই মাঠে ছুটে এসে রোহিতকে জড়িয়ে ধরল খুদে ফ্যান, VIRAL VIDEO

এছাড়াও যে কোম্পানি গুলির নাম উঠে এসেছে তার মধ্যে রয়েছে কয়েকটি সিমেন্ট কোম্পানি। এর মধ্যে রয়েছে জেকে সিমেন্ট (JK Cement) এবং চেটিনাদ সিমেন্ট। এগুলি ছাড়াও আদানি গ্রুপ (Adani Group) এবং কাপরি গ্লোবালও দল কেনার জন্য টেন্ডার জমা নিয়েছে। 

২৫ জানুয়ারির মধ্যে, সমস্ত সংস্থা বা দাবিদারদের টেন্ডার জমা দিতে হবে। এর পরেই ক্রিকেটারদের কেনার জন্য নিলাম শুরু হবে। যে কোনো কোম্পানি বা ব্যক্তি নূন্যতম ১০০০ কোটি টাকার বিনিময় মহিলাদের আইপিএল-এর দল কিনতে পারেন। 

আরও পড়ুন: ৪৪ লক্ষ টাকা প্রতারণার শিকার উমেশ যাদব, অভিযুক্ত প্রাক্তন ম্যানেজার

বহুদিন ধরেই মহিলাদের আইপিএল আয়োজনের দাবি ছিল। তবে এবার তা সত্যি হতে চলেছে। সম্প্রতি, বিসিসিআই (BCCI) মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে। যা থেকে রেকর্ড অর্থ আয় হয়েছে। বিসিসিআই পাঁচ বছরের জন্য ৯৫০ কোটি টাকায় Viacom 18-এর কাছে মিডিয়া স্বত্ব বিক্রি করেছে। অর্থাৎ প্রতিটি ম্যাচের থেকে ৭ কোটি টাকা পর্যন্ত পাবে বোর্ড। 

মহিলাদের আইপিএল কবে হতে পারে

Advertisement

মহিলাদের আইপিএল (IPL) মিডিয়া স্বত্বের জন্য ১৬ জানুয়ারি থেকে আবেদন করতে বলা হয়েছিল। ভায়াকম ছাড়াও জি, সনি এবং ডিজনি স্টারও এই লড়াইয়ে ছিল। কিন্তু ভায়াকম এই লড়াইয়ে সকলকে পেছনে ফেলে জিতেছে। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদনও ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।

কিছুদিনের মধ্যেই মহিলাদের আইপিএল ২০২৩ মরশুমের জন্য খেলোয়াড়দের নিলাম করা হবে। তবে নিলামের তারিখ এখনও ঠিক হয়নি। মহিলা আইপিএলের পরবর্তী মরশুমের সময়সূচী প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে এই বছরের ৩ থেকে ২৬ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে। এবারের আসরে ফাইনালসহ মোট ২২টি ম্যাচ হতে পারে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement