Advertisement

WPL 2023: বাবরের থেকে দ্বিগুণ টাকা পাবেন মন্ধনা, কী ভাবে ধনী হচ্ছেন মহিলা ক্রিকেটাররা?

পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। পাকিস্তান সুপার লিগে, পেশোয়ার জালমির হয়ে  খেলছেন। তিনি প্রতি মরশুমে ১.৫০ লক্ষ ডলার পাচ্ছেন, পাকিস্তানি টাকায় এর পরিমাণ ৩.৬০ কোটির বেশি। ভারতীয় টাকায় তা ১.৫০ কোটিরও কম। .

স্মৃতি মন্ধনা ও বাবর আজমস্মৃতি মন্ধনা ও বাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Feb 2023,
  • अपडेटेड 12:32 PM IST
  • প্রচুর টাকা পাচ্ছেন মহিলা ক্রিকেটাররা
  • বারবের থেকে দ্বিগুণ টাকা পাচ্ছেন স্মৃতি

সোমবার শেষ হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগের (WPL) মেগা নিলাম। পাঁচটি দল প্রায় ৬০ কোটি টাকা খরচ করে ৮৭ জন ক্রিকেটারকে কিনেছে। বিশ্বে বিভিন্ন ধরনের টি২০ লিগ চললেও মহিলাদের প্রিমিয়ার লিগের অপেক্ষায় ছিলেন ভারতীয় ফুটবল ফ্যানরা। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে প্রচুর টাকা পেয়েছেন ক্রিকেটাররা। টাকার অঙ্কের হিসেবে পাক অধিনায়ক বাবর আজমকেও (Babar Azam) ছাড়িয়ে গিয়েছেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)।

পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। পাকিস্তান সুপার লিগে, পেশোয়ার জালমির হয়ে  খেলছেন। তিনি প্রতি মরশুমে ১.৫০ লক্ষ ডলার পাচ্ছেন, পাকিস্তানি টাকায় এর পরিমাণ ৩.৬০ কোটির বেশি। ভারতীয় টাকায় তা ১.৫০ কোটিরও কম। .

একই সঙ্গে, ভারতের স্মৃতি মান্ধানা মহিলা প্রিমিয়ার লিগে প্রতি মরশুমে ৩.৪০ কোটি টাকা পাচ্ছেন। তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) কিনেছে। মনে করা হচ্ছে অধিনায়কও হতে পারেন তিনি। উইমেন্স প্রিমিয়ার লিগে ৭ জন খেলোয়াড় আছে, যাদের দাম ২ কোটি বা তার বেশি। এর মধ্যে তিনজন খেলোয়াড় পেয়েছেন ৩ কোটি টাকার বেশি।

আরও পড়ুন

উইমেন্স প্রিমিয়ার লিগে দলগুলির বাজেট ছিল ১২ কোটি টাকা। এমন অবস্থায়, কোনও একজন খেলোয়াড়ের জন্য ৩ কোটি বা তার বেশি টাকা পাওয়া একটা বড় বিষয়। দলের ৩০ শতাংশের বেশি খরচ হয়ে যায় একজন ক্রিকেটারকেই দলে নিতে। এই কারণেই উইমেন্স প্রিমিয়ার লিগকে বেশ ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

উইমেন্স প্রিমিয়ার লিগ সবচেয়ে বেশি দাম পেলেন মন্ধনা 
• স্মৃতি মন্ধনা - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৩.৪০ কোটি (ভারত)
• অ্যাশলে গার্ডনার - গুজরাত জায়ান্টস, ৩.২০ কোটি (অস্ট্রেলিয়া)
• নাটাল সাইভার - মুম্বাই ইন্ডিয়ান্স, ৩.২০ কোটি (ইংল্যান্ড)  
• দীপ্তি শর্মা - ইউপি ওয়ারিয়র্স, ২.৬০ কোটি (ভারত)
• জেমিমাহ রড্রিগস - দিল্লি ক্যাপিটালস, ২.২০ কোটি (ভারত)
• বেথ মুনি - গুজরাত জায়ান্টস, ২ কোটি (অস্ট্রেলিয়া)

Advertisement

স্মৃতি মান্ধানার নাম নিলামে উঠলে, প্রতিযোগিতা শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে । শেষ পর্যন্ত, ৩.৪০ কোটি টাকা বিড করে আরসিবি তাঁকে পায়। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে মুম্বই ইন্ডিয়ান্স প্রায় অর্ধেক পরিমাণ টাকায় নিয়েছে। 

Read more!
Advertisement
Advertisement