Advertisement

World Test Championship: ঘরের মাঠে ১০টি ম্যাচ, ফের WTC ফাইনালে উঠতে পারেন রোহিতরা?

দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদশিপের (World Test Championship 2023) ফাইনালে উঠেছিল ভারতীয় দল (Team India)। দুইবারই হারতে হয় তাদের। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়ে টেস্টে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার। 

রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2023,
  • अपडेटेड 3:02 PM IST
  • ঘরের মাঠে ১০টা ম্যাচ খেলবে ভারত
  • মোট ১৯ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া

দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদশিপের (World Test Championship 2023) ফাইনালে উঠেছিল ভারতীয় দল (Team India)। দুইবারই হারতে হয় তাদের। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়ে টেস্টে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার। 

এরপরেই আইসিসি (ICC) তৃতীয় বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচী ঘোষণা করে দিল। সেখানে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ মরশুমে ভারত মোট ১৯টি টেস্ট ম্যাচ খেলবে। যার মধ্যে ১০টি হবে ঘরের মাঠে। অর্থাৎ, এই ১০ ম্যাচে যদি রোহিত শর্মারা বেশি পয়েন্ট তুলে রাখতে পারেন, তবে আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারে ভারতীয় দল। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কথা হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে। পরেরবারেও ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে এবার ফাইনাল হবে লর্ডসে।

আরও পড়ুন: মোহনবাগান ছাড়ছেন তারকা প্লেয়ার, তালিকায় আর কারা?
 

আগামী তিন বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের মাটিতে খেলতে আসবে ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ভারতীয় দলকে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে। আসন্ন টেস্ট সিরিজে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ বলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে ২টো টেস্ট খেলতে হবে। ভারতের মাটিতে ৫ ম্যাচের সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। বাজবল গেম খেলা ইংল্যান্ড এখন টেস্টে বেশ ভয়ঙ্কর। তবে রোহিতদের জন্য সহজ হতে পারে বাংলাদেশ সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফর। 

A new cycle begins 👀

The #Ashes kick-starts #WTC25!

More 👉 https://t.co/GPOgmW9NRs pic.twitter.com/Pv6d9emTbp

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পরেরবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ভারতীয় দল। অন্যদিকে অ্যাসেজ দিয়ে নিজেদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অভিযান শুরু করবে এবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

Advertisement

আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপনে প্রাক্তন ক্রিকেটাররা, ক্ষুব্ধ গম্ভীর

এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে?
২০২৩-২০২৫-র মধ্যে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি কাদের বিরুদ্ধে কোথায়
দেশের মাটিতে সিরিজ (১০টি ম্যাচ): ইংল্যান্ড (৫ টেস্টের সিরিজ), বাংলাদেশ (২ টেস্টের সিরিজ), নিউজিল্যান্ড (৩ টেস্টের সিরিজ)
বিদেশের মাটিতে সিরিজ (৯টি ম্যাচ): ওয়েস্ট ইন্ডিজ (২টি টেস্ট), দক্ষিণ আফ্রিকা (২টি টেস্ট), অস্ট্রেলিয়া (৫টি টেস্ট)
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement