Advertisement

Sourav Ganguly Shah Rukh Khan: সৌরভকে দেখেই জড়িয়ে ধরলেন শাহরুখ, VIDEO ভাইরাল

শুক্রবার থেকে শুরু হচ্ছে ওমেন প্রিমিয়ার লিগের (WPL 2024) দ্বিতীয় মরসুম। প্রথম ম্যাচের আগে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করতে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shahrukh Khan)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত মরসুমে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খানসৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খান
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 23 Feb 2024,
  • अपडेटेड 1:29 PM IST

শুক্রবার থেকে শুরু হচ্ছে ওমেন প্রিমিয়ার লিগের (WPL 2024) দ্বিতীয় মরসুম। প্রথম ম্যাচের আগে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করতে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shahrukh Khan)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত মরসুমে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহরুখ তাই প্রস্তুতি সারার ফাঁকেই সৌরভের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। সেই সময় চিন্নস্বামী স্টেডিয়ামে প্রস্তুতি সারছিল দিল্লির মহিলা দল। উপস্থিত ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখতে পেয়ে বাংলার মহারাজকে বুকে জড়িয়ে ধরেন কিং খান। আইপিএল-এর প্রথম দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন ছিলেন সৌরভ। নিজের হোয়াট্‌সঅ্যাপ চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেছেন সৌরভ। লিখেছেন,'বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডব্লিউপিএলের সকল দলকে নতুন মরসুমের শুভেচ্ছা।' অনুশিলনে ব্যস্ত থাকা হরমনপ্রীতদের সঙ্গেও দেদার ছবি তুললেন বলিউড বাদশা।  

মেগ ল্যানিং যে শাহরুখের বড় ভক্ত তা গতবারই জানা গিয়েছিল। এবার শাহরুখকে হাতের কাছে পেয়ে কিং খানের বিখ্যাত পোজ করলেন মেগ ল্যানিং। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন থেকেই চিন্নাস্বামী মাতিয়ে রাখলেন শাহরুখ খান। শুক্র সন্ধ্যায় ঝড় উঠার অপেক্ষা শুধুমাত্র। উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে।

আরও পড়ুন


শাহরুখ খান ছাড়াও শুক্রবারের এই অনুষ্ঠানে পারফর্ম করবেন টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং শাহিদ কপুরের মতো বলিউড তারকারা। এই মরসুমে আরও বড় ভাবে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের আইপিএল। সন্ধ্যা সাড়ে ছ'টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।  

চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হবে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগুলি হবে।চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।তবে শাহরুখ যে থাকবেন আর্কষণের প্রধান বিন্দুতে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement
Read more!
Advertisement
Advertisement