Advertisement

WPL 2024: WPL-এ তোলপাড়, মাঠে ঢুকল দর্শক, 'বাহুবলী' হয়ে একাই সামলালেন এই ক্রিকেটার

মহিলা প্রিমিয়ার লিগ 2024 (WPL 2024) এর ম্যাচ চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে পড়েন। ম্যাচ চলছিল উত্তর প্রদেশ ওয়ারিয়ার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। এই ঘটনায় সেই দর্শককে ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক এবং উইকেটকিপার অ্যালিসা হিলি বাধা দেন। অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্কের স্ত্রী। তার কাকা ইয়ান হিলিও অস্ট্রেলিয়ার দুর্দান্ত উইকেটরক্ষক।

পিচ আক্রমণকারীকে আটকালেন হিলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Feb 2024,
  • अपडेटेड 11:42 AM IST

মহিলা প্রিমিয়ার লিগ 2024 (WPL 2024) এর ম্যাচ চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে পড়েন। ম্যাচ চলছিল উত্তর প্রদেশ ওয়ারিয়ার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। এই ঘটনায় সেই দর্শককে ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক এবং উইকেটকিপার অ্যালিসা হিলি বাধা দেন। অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্কের স্ত্রী। তার কাকা ইয়ান হিলিও অস্ট্রেলিয়ার দুর্দান্ত উইকেটরক্ষক।

WPL 2024 ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষ ওভারে এই ঘটনাটি ঘটেছে। এক দর্শক নিরাপত্তা ভেঙে মাঠের মাঝখানে চলে আসেন। সেই সময় ওয়ারিয়র্স ফাস্ট বোলার অঞ্জলি সারওয়ানি সজীবন সাজনার উইকেট পান। উইকেট পড়ার পর খেলা আবার শুরু হওয়ার আগে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়। হিলি মনে করেন সেই দর্শক পিচের ক্ষতি করবেন, সেই কারণেই তিনি এই দর্শককে ধরেছিলেন এবং তাঁকে দূরে পাঠিয়ে দেন। হিলি সেই সময় উইকেট কিপিং করছিলেন, এই দর্শককে পিচের দিকে এগোনো থেকে আটকে রাখতে সমস্ত রকম চেষ্টা চালিয়ে গিয়েছেন।

অ্যালিসা হিলি সাইমন্ডস এবং বেয়ারস্টোকে মনে করিয়ে দিয়েছিলেন,অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস একবার পিচ নষ্ট করতে আসা এক দর্শককে থামিয়ে দেন। গত বছর অ্যাশেজ টেস্টের সময় জনি বেয়ারস্টোও লর্ডসে একজন দর্শককে থামিয়েছিলেন, এই দর্শক 'জাস্ট স্টপ অয়েল' পতাকা নিয়ে লর্ডসের মাঠে ঢুকে পড়েন।

ইউপি ওয়ারিয়র্স মুম্বাইকে ৭ উইকেটে হারিয়েছে
বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উইমেন প্রিমিয়ার লিগে (WPL 2024) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং ইউপি ওয়ারিয়র্স (UP Warriors) একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে ইউপি ওয়ারিয়ার্স মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে। প্রথমে খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান করেছিল। ইউপি ওয়ারিয়র্স ১৬.৩ ওভারে ও উইকেট হারিয়ে এই লক্ষ্যে পৌঁছে যায়। ইউপি ওয়ারিয়র্সের পক্ষে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' কিরণ নাভগিরে। তিনি ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে, কিরণ ৩১ বল খেলে এই রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টা চার এবং ৪টে ছক্কা।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement