Advertisement

Rahul Dravid on Wriddhiman Saha: ঋদ্ধিমানকে কেন অবসরের কথা বলেছিলেন? মুখ খুললেন দ্রাবিড়

Rahul Dravid on Wriddhiman Saha : কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি ২০ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় কার্যত পরিষ্কার করে দেন, ঋদ্ধিমান যা বলেছেন তা সত্যি। ক্রিকেটার হিসেবে ঋদ্ধিমানের যে অবদান রয়েছে তাকে তিনি সম্মান করেন।

রাহল দ্রাবিড় ও ঋদ্ধিমান সাহা (ফাইল ছবি) রাহল দ্রাবিড় ও ঋদ্ধিমান সাহা (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2022,
  • अपडेटेड 11:13 AM IST
  • ঋদ্ধিমান সাহাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন
  • এই অভিযোগ উঠেছে রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে
  • তা নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দল। সেই দলে নেই ঋদ্ধিমান সাহা। এরপরই উইকেটকিপার ঋদ্ধিমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, রাহুল দ্রাবিড় তাঁকে আবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই খবর সামনে আসার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দানা বেঁধেছে বিতর্কও। 

ঋদ্ধিমান সাহার এই বক্তব্য নিয়ে মুখ খুলেছেন রাহুল দ্রাবিড়। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি ২০ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় কার্যত পরিষ্কার করে দেন, ঋদ্ধিমান যা বলেছেন তা সত্যি। ক্রিকেটার হিসেবে ঋদ্ধিমানের যে অবদান রয়েছে তাকে তিনি সম্মান করেন। তিনি ওই পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি চাননি ঋদ্ধিমানকে অন্য কারও কাছ থেকে  অবসরের কথা শুনতে হয়। 

আরও পড়ুন

দ্রাবিড়ের বক্তব্য 

রাহুল দ্রাবিড় বলেন, 'সাহার কথায় আমি মোটেও দুঃখিত নই। আমি ঋদ্ধিমান সাহাকে অন্তর থেকে শ্রদ্ধা করি। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানকে সম্মান করি। আমাদের কথোপকথনও সম্মানের সঙ্গেই হয়েছিল। ঋদ্ধিমানকে আমি যে কথা বলেছি, তা যেন তাঁকে মিডিয়া থেকে শুনতে না হয়, এটাই আমি চেয়েছিলাম।' 

দ্রাবিড় আরও বলেন, 'আমি প্রতিনিয়ত সব খেলোয়াড়ের সঙ্গে এভাবে কথা বলতে থাকি। আমি মোটেও দুঃখিত নই, কারণ আমি জানি যে অনেক সময় খেলোয়াড়রা এই ধরনের কথা শুনতে পছন্দ করেন না।'

কী বলেছিলেন ঋদ্ধিমান? 

ঋদ্ধিমান সাহা বলেছিলেন, 'টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছে যে, দলে আমাকে রাখা হবে না। এমনকী কোচ রাহুল দ্রাবিড়ও আমাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।' 

 

Read more!
Advertisement
Advertisement