বিয়ে করছেন বাংলার কোচ । ৬৬ বছর বয়সের অরুণলালের ৩৭ বছরের স্ত্রীকে নিয়ে চর্চার শেষ নেই। অরুণলাল যাঁকে বিয়ে করছেন, তাঁর নাম বুলবুল সাহা। অরুণলালের আগের পক্ষের স্ত্রী হাসি মুখেই মেনে নিয়েছেন এই বিয়েকে। ২মে সাতপাকে বাঁধা পড়ছেন বুলবুল অরুণলাল।