মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাবি নসাৎ করে দিলেন সাঁতারু বুলা চৌধুরী। শনিবার সিএবি আয়োজিত রিচা ঘোষের সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাক্তন সাঁতারু তাঁর কাছে অর্জুন পুরস্কারের দাবি জানিয়েছিলেন। সেই দাবি অস্বীকার করেছেন বুলা। পাশাপাশি তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আট মাস প্রেম না করার পরামর্শও দেন। সেই দাবিও উড়িয়ে দিয়েছেন বুলা।