নূন্যতম ৬০,০০০ টাকা দিতে হবে সদস্যপদের জন্য। সাধারণ সদস্য হতে গেলে ৬০ হাজার টাকা এবং আজীবন সদস্য পদের জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে। একদিকে ক্রাউড ফান্ডিং আর অন্যদিকে সদস্য পদের টাকা। দুই আসবে ইস্টবেঙ্গলের (East Bengal Club) অ্যাকাউন্টে। টাকা আনতে পারলে ক্লাবের পরিকাঠামো ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তারা। তারপর টাকা বাচলে ইনভেস্টরের পাশে দাঁড়িয়ে সিনিয়র দলের জন্য টাকা দেওয়া হবে। ফলে প্রচুর টাকার দরকার ক্লাবের।