কাতারে ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা গোটা বিশ্ব। বাদ নেই কলকাতাও। ভারত না খেললেও, পছন্দের দলের সমর্থক কম নেই এখানে। কেউ আর্জেন্টিনার আবার কেউ বা ব্রাজিলের সমর্থক। আর সবাই চায় তার দল জিতুক। এরকমই ব্রাজিলকে জেতানোর জন্য দক্ষিণ ২৪ পরগনার বজবজে কালী মন্দিরে চলছে যজ্ঞ-প্রার্থনা। আর এরজন্যই বোধহয় বলা হয়, সব খেলার সেরা বাঙালির এই ফুটবল।