ভাঙা ঘর, আর সেখানেই লড়াই চালিয়ে যাচ্ছেন কবিতা। লড়াই কী শুধুই আর্থিক? না বিবাহিত মহিলা ফুটবল খেলে বেড়াবে? এটা মানেননি শ্বাশুড়িও। সেখানেও লড়াই। শেষ অবধি জোগাড় হয়েছে অনুমতি। একদিকে সংসার সামলানো, তার সঙ্গে ছোট্ট সন্তানকে মানুষ করা। পাশাপাশি গ্রামের চাষবাসও চলছে। আছে ফুটবল কেরিয়ারও। দুই মরসুমে দুইবার রাজ্যের সেরা হওয়া তো মুখের কথা নয়।