একাধিকবার পদক এর কাছাকাছি গিয়েও হাতছাড়া হয়েছে সোনা। বেশ কয়েকটি খেলার ক্ষেত্রে পদক আসবে ধরে নেওয়ার পরও চতুর্থ হয়ে ছিটকে যেতে হয়েছে। শেষ রাউন্ডে হলে নীরজের ক্ষেত্রে এমনটা ঘটবে না তো! এই আশঙ্কা-আশায় দোলাচলে ভুগছিল আপামর ভারতবাসী। টোকিওতে খুব কাছ থেকে যারা দেখছিলেন, তাদের মধ্যেও সেই অনুভব আরও বেশি করে জাঁকিয়ে বসেছিল। শেষমেষ সমস্ত আশা-আশঙ্কার সমাপ্তি ঘটিয়ে আসল সেই মাহেন্দ্রক্ষণ। 121 বছরের ট্র্যাক এন্ড ফিল্ড এর খরা কাটিয়ে ভারতকে সোনার পদক এনে দিলেন, সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও থেকে গ্রাউন্ড জিরো রিপোর্ট শোনাচ্ছেন বোরিয়া মজুমদার।