দীর্ঘ ত্যাগই সোনার ছেলে বানিয়েছে নীরজ চোপড়াকে! এবার বাড়ি ফিরলে কি কি খাবেন? ইন্ডিয়া Today C ভোটের জনসমীক্ষায় তিনি হলেন সব থেকে জনপ্রিয়। হবে নাই বা কেনো? তিনি যে ভারতের সোনার ছেলে। দীর্ঘ ত্যাগ এর পর এবার আরো একবার দেশকে সোনা এনে দিলেন তিনি।ভারতের মধ্যরাতে ইতিহাসের পাতায় নাম লেখালেন সোনারছেলে, পাকিস্তানের নাদিমকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন পানি পথের নীরজ চোপড়া। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এতদিন সোনা আসেনি। আজ সেই অধরা সোনা জিতে নিলেন নীরজ।