বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে প্লুরালস পার্টির প্রার্থী পুষ্পম প্রিয়া চৌধুরী। তবে গণনা এখনও চলছে। তার আগে একনজরে দেখে নিন কে এই প্রার্থী।
লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তনি তথা বিহারের রাজনীতিতে নবাগতা পুষ্পম প্রিয়া ইতিমধ্যেই আলোচিত। আধুনিক বিহার গড়তে নবগঠিত প্লুরালস পার্টির ব্যানারে নির্বাচনে নেমেছেন উচ্চশিক্ষিত এই তরুণী। আন্তর্জাতিক মহিলা দিবসে তাঁর দল ঘোষণা করেন এই রাজনীতিক।
বিহারকে 'ইউরোপ' বানানোর ডাক দেন পুষ্পম। ইতিমধ্যেই ৩৩ বছর বয়সি পুষ্পম প্রিয়া চৌধুরী নিজেকে তাঁর দলের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছেন। তার দলের ২৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, যার মধ্যে ৫০% মহিলা থাকবেন এমনটাই জানিয়ে ছিলেন তিনি। ২০৩০ সালের মধ্যে বিহারকে ইউরোপে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পাটনা জেলার বাঁকিপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেডিইউ নেতার কন্যা। নির্বাচনের হলফনামায় দেখা গিয়েছে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে তাঁর।
বার্মিংহামের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের প্রাক্তনী পুষ্পম প্রিয়া গত ছয়-সাত মাস ধরে গ্রামে ঘুরে ঘুরে এবং বাঁকিপুরে স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছেন যোগাযোগ স্থাপন করা এবং তাঁদের সহযোগিতা পাওয়ার জন্য।
পুষ্পম প্রিয়া জানিয়েছেন তাঁর দল প্লুরার্ল পার্টির নাম জাতীয় নির্বাচনের খাতায় রেজিস্টার্ড রয়েছে। বাঁকিপুরে পুষ্পম প্রিয়ার বিপরীতে রয়েছেন তিন বারের বিধায়ক নীতিন নবীন এবং অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার পুত্র কংগ্রেস নেতা লভ সিনহা।
পুষ্পম প্রিয়ার বাবা বিনোদ চৌধুরী জেডি (ইউ) জাতীয় সভাপতি নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর কাকা বিনয় চৌধুরীও বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিহারের রাজনীতিতে পরিবর্তন আনার জন্য পুষ্পম প্রিয়ার দৃষ্টিভঙ্গির জেরে রাজ্য জুড়ে যুবকদের যথেষ্ট সমর্থন পেয়েছে।
বিহারের রাজনীতিতে এবং বিধানসভা নির্বাচনী লড়াইয়ে নয়া নাম পুষ্পম প্রিয়া চৌধুরী। তবে রাজনীতি তাঁর রক্তেজনতা দল-ইউনাইটেড নেতা বিনোদ চৌধুরী এর মেয়ে তিনি। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মার্চ মাস থেকেই রাজ্যের সমস্ত পত্রিকায় নিজের বিজ্ঞাপন করেই রাজনীতিতে প্রবেশের ঘোষণা করেন তিনি।