Advertisement

Shakir Ali hospitalised: SIR আবহে অসুস্থ হয়ে হাসপাতালে তৃণমূলের অপরূপার স্বামী, নাম কাটার ভয়?

ইতিমধ্যেই বাংলায় SIR ঘোষণা হয়েছে। ফ্রিজ করা হয়েছে ভোটার তালিকা। ৪ নভেম্বর থেকে দেওয়া হবে এমুনারেশন ফর্ম। এই ফর্ম দিতে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। তারাই ফর্ম দেবেন। ফর্ম ফিলআপে করবেন সাহায্য বলে খবর। আর এমন SIR আবহেই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। তিনি আবার রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদিও কাউন্সিলরের হঠাৎ এই অসুস্থ হয়ে পড়াকে 'নাটক' বলেই কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল বিজেপি।

অপরূপার স্বামী শাকির আলি হাসপাতালে ভর্তিঅপরূপার স্বামী শাকির আলি হাসপাতালে ভর্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 4:12 PM IST
  • SIR আবহেই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি
  • রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
  • উন্সিলরের হঠাৎ এই অসুস্থ হয়ে পড়াকে 'নাটক' বলেই কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল বিজেপি

ইতিমধ্যেই বাংলায় SIR ঘোষণা হয়েছে। ফ্রিজ করা হয়েছে ভোটার তালিকা। ৪ নভেম্বর থেকে দেওয়া হবে এমুনারেশন ফর্ম। এই ফর্ম দিতে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। তারাই ফর্ম দেবেন। ফর্ম ফিলআপে করবেন সাহায্য বলে খবর। আর এমন SIR আবহেই অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। তিনি আবার রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদিও কাউন্সিলরের হঠাৎ এই অসুস্থ হয়ে পড়াকে 'নাটক' বলেই কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল বিজেপি।

হাসপাতালে ভর্তি সাকির

যতদূর খবর, রবিবারই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপরূপার স্বামী শাকির। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

নাম বাদ যাওয়া নিয়েই ভয়

SIR শুরুর সময় থেকেই অবৈধ ভোটারদের নাম কাটা যাবে বলে দাবি করে এসেছে বিজেপি। আর তাদের ইঙ্গিতের কেন্দ্রে ছিল মুসলমানরা বলেই মনে করছেন অনেকে। এমন আবহেই নাকি নাম কাটার আশঙ্কায় ভুগছেন বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এমনকী অপরূপার স্বামীও নাকি এই কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি।

সাকিরের দাবি, তিনি যেখানকার কাউন্সিলর, সেখানে একটি বস্তি রয়েছে। সেখানকার মানুষেরা SIR নিয়ে শাকিরের কাছে অনেক তথ্য চাইছেন। তারা জানতে চাইছেন ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে কি না। পাশাপাশি আরও নানা তথ্য জানতে চাইছেন তারা। আর সেই সব প্রশ্নের উত্তর দিতে দিতেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন শাকির। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

তবে শাকিরের এই দাবি মানতে নারাজ বিজেপি। তাদের মতে, এটা নাটক ছাড়া আর কিছু নয়। দেশের অন্যান্য রাজ্যেও SIR হচ্ছে, সেখানে তো কেউ আক্রান্ত হচ্ছে না। এটা আদতে প্রচারের আলোতে থাকার অঙ্ক বলেই দাবি করা হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে।

চলছে বিতর্ক

SIR ঘোষণার আগে থেকেই বোঝা গিয়েছিল, এই প্রক্রিয়া নিয়ে অগ্নিগর্ভ হবে রাজ্য রাজনীতি। আর সেটাই আদতে ঘটেছে। SIR ঘোষণার পর থেকেই সরকারে থাকা তৃণমূল এবং বিরোধী আসনে থাকা বিজেপির মধ্যে তুমুল যুদ্ধ চলছে। একদিকে তৃণমূল যেখানে SIR এর বিরুদ্ধে কথা বলছে। সেখানে বিজেপি এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছে। আর দুই যুযুধান পক্ষের মাঝে পড়েই সাধারণ মানুষের মধ্যে তৈরি উৎকণ্ঠা ও ভীতি। এখন দেখার কাল থেকে শুরু হওয়া ফর্ম বিলি পর্ব ঠিক কীভাবে এগয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement