প্রেমিকার কথাতে স্ত্রীকে জানে শেষ করলেন বিজেপি নেতা। ঘটনার মোড় ঘোরানোর অনেক চেষ্টা করেও আখেড়ে লাভের লাভ কিছুই হয়নি। শেষমেশ অসফল হন বিজেপি নেতা। স্ত্রীকে শেষ করার দায়ে বিজেপি নেতাকে গারদে নিয়ে গেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে BJP নেতার প্রেমিকাকেও। ঘটনাটি ঘটেছে Rajasthan র আজমিরে।