দেখতে হুবহু এক। অবিকল আসল নোটের মতই। খালি চোখে দেখে এতটুকু বোঝার উপায় নেই। পুলিশ আগেই জাল টাকা ছড়ানো রয়েছে বলে সতর্ক করেছিল। জাল নোট ছড়ানোর বিষয়ে রাজ্যের পুলিশ, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে পুলিশের তরফে। কীভাবে জাল নোট ধরা যাবে তা নিয়েও দেওয়া হয়েছে পরামর্শ।