2020 সালে লালুপ্রসাদ যাদব রাঁচিতে ডেকে আমাকে বলেছিলেন যে ভোটে লড়াই করো, আমি টিকিট দেব। প্রচারের জন্য যে জমি ছিল বেচে দিয়েছি। 2025 সালে তেজস্বী যাদব সরে যাবে। লালু যাদব আার গুরু। বেঁচে আর কী করব। আমি এখানেই থেকে শেষ হয়ে যাব। টিকিট না পেয়ে লালু যাদবের বাড়ির সামনে জামা ছিঁড়ে হাঁউ হাঁউ করে কান্নায় ভেঙে পড়লেন এক নেতা।