Advertisement

টেক

Battlegrounds Mobile India-এ এই ভুলগুলি না করলেই ম্যাচ জিতবেন

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Aug 2021,
  • Updated 2:49 PM IST
  • 1/6

Battlegrounds Mobile India বা BGMI এখন খুব জনপ্রিয় হয়েছে। কিন্তু এই গেম খেলার সময়ে কিছু টিপস মনে রাখা প্রয়োজন। এগুলো মনে রাখলে গেম প্লে আরও উন্নত হবে এবং ম্যাচ জেতারও সুযোগ থাকবে আরও বেশি।

  • 2/6

প্লেন থেকে নামার পরেই প্রথমে মনে রাখতে হবে সঠিক লুঠ নেওয়া। অনেকে সঠিক লুঠ না নিয়েই ফাইট করতে চলে যায়। ফলে ম্যাচে ফিনিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

  • 3/6

সব ম্যাপ সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। যারা সাধারাণ ব্যাটল ব়য়্যাল খেলেন তাদের প্রত্যেকটি ম্যাপের খুটিনাটি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।

  • 4/6

আপনি যদি স্কোয়াডে খেলেন তবে আপনাকে স্কোয়াডেই থাকতে হবে। অনেকেই আছেন নিজের টিমমেটদের ফেলে রেখে অন্য ম্যাপে চলে যান। এতে টিমও মুশকিলে পড়ে এমনকি নিজেও সমস্যায় পড়ে।

  • 5/6

জোন আসার আগেই সেখান থেকে চলে যাওয়া ভালো। অনেকে জোন আসা পর্যন্ত অপেক্ষা করে। এর ফলে লাইফও কমে যেতে পারে। ফলে এই বিষয়টিও দেখতে হবে। 
 

  • 6/6

শত্রুপক্ষের অবস্থান অবশ্যই জেনে তারপরেই এগোতে হবে। অনেকেই আছেন শত্রুপক্ষের অবস্থান না জেনেই যুদ্ধে চলে যান। এতে ফিনিশ হওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement
Advertisement