Advertisement

টেক

Bounce Infinity E1 Electric Scooter: চার্জিংয়ের ঝামেলা নেই এই ইলেক্ট্রিক স্কুটারে; দাম ৪৫,০৯৯ টাকা!

Aajtak Bangla
  • 23 Dec 2021,
  • Updated 3:51 PM IST
  • 1/8

পেট্রোল-ডিজেলের দাম এখন আকাশছোঁয়া! এই পরিস্থিতিতে মানুষ এখন বেশি ঝুঁকছে পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত গাড়ির দিকেই। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি।

  • 2/8

ইলেক্ট্রিক গাড়ি বা স্কুটার কেনার ক্ষেত্রে মধ্যবিত্তর কাছে প্রথম বিবেচনার বিষয় হল তার দাম আর মাইলেজ। সেই সমস্ত গুরুত্বপূর্ণ শর্তের বিচারে মধ্যবিত্তের নজর কাড়তে পারে Bounce Infinity E1-এর Electric Scooter!

  • 3/8

একাধিক নজরকাড়া বৈশিষ্ট, উচ্চমানের প্রযুক্তিগত উপযোগিতার পাশাপাশি আকর্ষণীয় দামে Electric Scooter-এর বাজার ধরতে মরিয়া বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা Bounce। সংস্থার দাবি, তাদের তৈরি Bounce Infinity E1 Electric Scooter এক চার্জে ছুটবে প্রায় ৬০ কিলোমিটার। শুধু তাই নয়, থাকছে ব্যাটারি সোয়াপ করার দুর্দান্ত অপশন।

  • 4/8

কী এই ব্যাটারি সোয়াপ অপশন?
শহরের একাধিক এলাকায় থাকবে চার্জিং স্টেশনের মতোই ব্যাটারি সোয়াপিং স্টেশন। Bounce Infinity E1-এর চার্জ ফুরিয়ে এলেই অ্যাপ থেকে দেখে নিয়ে কাছাকাছি কোনও ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে চার্জ ফুরনো ব্যাটারির পরিবর্তে সম্পূর্ণ চার্জ দেওয়া ব্যাটারি লাগিয়ে নিন আপনার Electric Scooter-এ। ফলে চার্জিং স্টেশনে দাঁড়িয়ে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।
 

  • 5/8

মাত্র ৪৯৯ টাকা (ফেরতযোগ্য) দিয়ে Bounce Infinity E1 Electric Scooter বুক করা যাচ্ছে। সংস্থা ২০২২ সালের মার্চ থেকে Bounce Infinity E1 ইলেক্ট্রিক স্কুটারের ডেলিভারি দেওয়া শুরু করতে চায় বলে জানিয়েছে। দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ দেশের একাধিক বড় শহরে Infinity E1 লঞ্চ করতে তৈরি হচ্ছে সংস্থা।

  • 6/8

আপাতত শুধুমাত্র বেঙ্গালুরু আর হায়দরাবাদ— এই দুই শহরে Bounce Infinity E1-এর জন্য প্রয়োজনীয়  ব্যাটারি সোয়াপিং স্টেশন ইতিমধ্যেই চালু রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২০০টি ব্যাটারি সোয়াপিং স্টেশন চালু করতে পেরেছে সংস্থা।

  • 7/8

আরামদায়ক সিট, স্প্রিং লোডেড সাসপেনশন, হাল্কা বডির Bounce Infinity E1 Electric Scooter-এর দাম মাত্র ৪৫,০৯৯ টাকা (দিল্লির এক্স শোরুম দাম)। খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় শহরেও Bounce Infinity E1 Electric Scooter-এর ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

  • 8/8

একাধিক নজরকাড়া বৈশিষ্ট, উচ্চমানের প্রযুক্তিগত উপযোগিতার পাশাপাশি আকর্ষণীয় দামে Electric Scooter-এর বাজার ধরতে মরিয়া বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা Bounce। সংস্থার দাবি, তাদের তৈরি Bounce Infinity E1 Electric Scooter এক চার্জে ছুটবে প্রায় ৬০ কিলোমিটার। শুধু তাই নয়, থাকছে ব্যাটারি সোয়াপ করার দুর্দান্ত অপশন।

Advertisement
Advertisement