Advertisement

টেক

Ola, Ather-এর থেকেও সস্তা eBikeGo-র এই ইলেকট্রিক স্কুটার, চার্জও হয় তাড়াতাড়ি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Aug 2021,
  • Updated 3:56 PM IST
  • 1/7

ভারতে লঞ্চ হল eBikeGo-র ইলেকট্রিক স্কুটার Rugged। মাত্র সাড়ে তিন ঘণ্টায় চার্জ হয়ে যায় স্কুটারটি। জেনে নিন দাম কত, কী কী বিশেষত্ব আছে।
 

  • 2/7

এতে রয়েছে 2kWh-র ব্যাটারি। চার্জিং স্টেশনে গিয়ে এর ফুল চার্জ ব্যাটারির সঙ্গে বসে বসে বদলেও ফেলা যাবে। 
 

  • 3/7

3kW-এর মোটর দেওয়া হয়েছে। এর স্পিড সর্বাধিক ঘণ্টায় ৭০ কিমি। একবার চার্জ দিলে ১৬০ কিমি পর্যন্ত যাওয়া যাবে। জিনিসপত্র রাখার জায়গা ৩০ লিটার।
 

  • 4/7

Rugged স্কুটারটিতে একটি স্টিল ফ্রেম এবং একটি ক্র্যাডেল চেসিস রয়েছে। যার জন্য ওজনও খুব হালকা হয়। এতে Ola স্কুটারের মতো সেন্সর প্রযুক্তিও রয়েছে। এতে ১২টি অন্তর্নির্মিত সেন্সর রয়েছে যা তার নিজস্ব অ্যাপের সঙ্গে সংযুক্ত। এই অ্যাপ দিয়ে স্কুটার লক-আনলক করা যাবে। একই সময়ে, চুরি না হওয়ার জন্য যাবতীয় বৈশিষ্ট্যগুলিও কাজ করে।
 

  • 5/7

স্কুটারটির চেসিসে ৭ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পুরো স্কুটারটির ওয়ারেন্টি ৩ বছর। ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল এবং ৪ পয়েন্ট অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেশন আছে।
 

  • 6/7

Rugged-এর ২টি স্কুটার আছে। একটি Rugged G1 এবং অন্যটি Rugged G1+। দিল্লিতে এর এক্স-শোরুম মূল্য যথাক্রমে ৭৯,৯৯৯ এবং ৯৯,৯৯৯ টাকা থেকে শুরু হয়। বাকিগুলিতে FAME ভর্তুকি এবং রাজ্যের ভর্তুকিও পাওয়া যাবে। যে কারণে এর দাম আরও কম পড়বে।
 

  • 7/7

সম্প্রতি লঞ্চ হওয়া Ola স্কুটার ভর্তুকির পরেও ৮৫,০০০ টাকারও বেশি। একবার চার্জে ১৮০ কিলোমিটার পর্যন্ত যায় এবং এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। Ather 450X এর চার্জিং সময় ৫ ঘণ্টা ৪৫ মিনিট এবং সর্বোচ্চ দূরত্ব ১১৬ কিমি। যদিও শোরুমে এর দাম ১.৩২ লাখ থেকে শুরু হয়।
 

Advertisement
Advertisement