Advertisement

টেক

ফোনে কথা বলার সময়ে আপনার কল কি গোপনে রেকর্ড হচ্ছে? জানুন বোঝার সহজ উপায়

Aajtak Bangla
  • 03 Mar 2021,
  • Updated 10:04 PM IST
  • 1/6

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে  ভয়েস কল রেকর্ড খুব সহজেই করা যায়। কিছু মোবাইলে তো এই ফিচার প্রথম থেকেই দেওয়া থাকে। যদি না থাকে তাহলে প্লে স্টোরের সাহায্যে অথি সহজেই ভয়েজ কল রেকর্ড অ্যাপ ডাউনলোড করা যায়। (সব ছবি- আজ তক)

  • 2/6

বিনা অনুমতিতে কারোর কলকে রেকর্ড করা চুরি করার মতো ঘটনা বলাই যায়। আপনি যদি কারও সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন এবং কেউ যদি আপনার কল রেকর্ড করছে, তবে তা আপনার জন্য মারাত্মক সমস্যা হয়ে উঠতে পারে। তাই কল করার সময় আপনার কিছু বিষয়ে সাবধান থাকা উচিত।

  • 3/6

ফোনে কথা বলার সময়ে আপনি যদি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য বিপের শব্দ শুনতে পান তবে সর্তক হন। এটি কল রেকর্ডিং সম্পর্কে জানার সবচেয়ে সহজ উপায়। ফোনে কথা বলার সময়ে যদি বিপের শব্দ পান,তাহলে বুঝতে অপরপ্রান্তে আপনার কল রেকর্ড হচ্ছে।

  • 4/6

স্পিকার অন করে কেউ যদি আপনার সঙ্গে ফোনে কথা বলে, তা হলে সচেতন থাকুন। কারণ স্পিকার অন করে অন্য কোনও ডিভাইস নিয়ে আপনার কল রেকর্ডের সম্ভাবনা থাকে। তাই যাকে চেনেন না, সে যদি স্পিকার অন করে কথা বলে তার সঙ্গে সতর্ক থাকুন।
 

  • 5/6

ফোনে কথা বলার সময়ে যদি অন্য কোনও শব্দ শুনতে পান। তাহলেও সম্ভবত আপনার কল রেকর্ডের সম্ভবনা থাকে। এই সব ছোট ছোট জিনিসগুলিতে সচেতন থাকা উচিত।

  • 6/6

তবে বেশ কিছু অ্যাপ আছে, যেখানে কোনওরকম বিপ ছাড়াই আপনার কল রেকর্ড হয়ে থাকে। এগুলির উপর এখনও রাশ টানা হয়নি। কারণ ভারতে এই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট আইন নেই।  
 

Advertisement
Advertisement