হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে এবার থেকে করা যাবে ভিডিও কল। সম্প্রতি এমনই ফিচার এনেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এখন থেকে ভয়েস ও ভিডিওকল করা যাবে ডেস্কটপ ভার্সনে।
সংস্থার মতে যারা কম্পিউটারে বসে কাজ করেন। তাদের জন্য এই ফিচার অনেক সুবিধা এনে দেবে।
তবে প্রকাশ করা হলেও বেশ কিছু নিয়মকানুন থাকছে এই ফিচারটির উপরে। সংস্থাটি দীর্ঘদিন ধরে এটির জন্যও পরীক্ষা করছিল এবং অবশেষে এটি ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ উইন্ডোজ ও ম্যাক অ্যাপগুলিতে এই সুবিধা পাওয়া যাবে। তবে গ্রুপ কলিংয়ের সুবিধা এখনই থাকবে না। তবে ভবিষ্যতে এই ফিচার আনা হতে পারে।
যেহেতু ভিডিও কলগুলি ডেস্কটপ থেকে করা হবে, এখানে প্রোটেইট এবং ল্যান্ডস্কেপ মোডও সরবরাহ করেছে। ভিডিও কলিংয়ের সময়ে ভিডিও ট্যাবটি ডেস্কটপের একেবারে উপরে থাকবে।
তবে হোয়াটসঅ্যাপ ওয়েবে এখনও কিন্তু এই ফিচার দেওয়া হয়নি। কারণ এটি ব্রাউজারের সাহায্যে খুলতে হয়। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোনও ব্রাউজারের সাহায্য ছাড়া খোলে। ফলে একমাত্র এটির জন্য ভিডিও ও ভয়েস কলিং ফিচার নিয়ে আসা হয়েছে।
ডেস্কটপ থেকে কলিং সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। গ্রাহকদের কোনও রকম সমস্যা হবে না বলে দাবি করেছে সংস্থা।