Advertisement

টেক

Whatsapp Call এবার করা যাবে ল্যাপটপ-কম্পিউটার থেকেও! জানুন নয়া ফিচার সম্পর্কে

Aajtak Bangla
  • 04 Mar 2021,
  • Updated 9:27 PM IST
  • 1/7

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে এবার থেকে করা যাবে ভিডিও কল। সম্প্রতি এমনই ফিচার এনেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এখন থেকে ভয়েস ও ভিডিওকল করা যাবে ডেস্কটপ ভার্সনে।

  • 2/7

সংস্থার মতে যারা কম্পিউটারে বসে কাজ করেন। তাদের জন্য এই ফিচার অনেক সুবিধা এনে দেবে।  

  • 3/7

তবে প্রকাশ করা হলেও বেশ কিছু নিয়মকানুন থাকছে এই ফিচারটির উপরে।  সংস্থাটি দীর্ঘদিন ধরে এটির জন্যও পরীক্ষা করছিল এবং অবশেষে এটি ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হচ্ছে।

  • 4/7

হোয়াটসঅ্যাপ উইন্ডোজ ও ম্যাক অ্যাপগুলিতে এই সুবিধা পাওয়া যাবে। তবে গ্রুপ কলিংয়ের সুবিধা এখনই থাকবে না। তবে ভবিষ্যতে এই ফিচার আনা হতে পারে। 
 

  • 5/7

যেহেতু ভিডিও কলগুলি ডেস্কটপ থেকে করা হবে, এখানে প্রোটেইট এবং ল্যান্ডস্কেপ মোডও সরবরাহ করেছে। ভিডিও কলিংয়ের সময়ে ভিডিও ট্যাবটি ডেস্কটপের একেবারে উপরে থাকবে।
 

  • 6/7

তবে হোয়াটসঅ্যাপ ওয়েবে এখনও কিন্তু এই ফিচার দেওয়া হয়নি। কারণ এটি ব্রাউজারের সাহায্যে খুলতে হয়। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ্লিকেশন কোনও ব্রাউজারের সাহায্য ছাড়া খোলে। ফলে একমাত্র এটির জন্য ভিডিও ও ভয়েস কলিং ফিচার নিয়ে আসা হয়েছে। 

  • 7/7

ডেস্কটপ থেকে কলিং সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। গ্রাহকদের কোনও রকম সমস্যা হবে না বলে দাবি করেছে সংস্থা।

Advertisement
Advertisement