Advertisement

টেক

ফিরল Joker ভাইরাসের আতঙ্ক! এই অ্যাপগুলি ফোনে নেই তো?

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Aug 2021,
  • Updated 4:03 PM IST
  • 1/7

ফের সক্রিয় হয়ে উঠেছে জোকার ভাইরাস। অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে এই ভাইরাস নিয়ে। সাধারণত এই ভাইরাস প্লে স্টোরে কোনও অ্যাপের মধ্যে লুকিয়ে থাকে। অ্যাপ ডাউনলোডের সঙ্গেই মোবাইলে প্রবেশ করে। 
 

  • 2/7

ইতিমধ্যে বেলজিয়াম পুলিশ এই বিষয়ে সতর্ক করেছে। বলা হয়েছে যে এই ভাইরাস কোনওরকম অনুমোদন ছাড়াই যে কোনও অ্যাপে গিয়ে সাবস্ক্রাইবশন  সক্রিয় করে দেয়। এখনও পর্যন্ত ৮টি অ্যাপকে শনাক্ত করে হয়েছে। এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে গুগল সরিয়ে দিয়েছে।

  • 3/7

বেলজিয়াম পুলিশ এক বিবৃতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে  এই ৮টি অ্যাপ যদি মোবাইলে থাকে তাহলে আনইনস্টল করতেও নির্দেশ দিয়েছে। 
 

  • 4/7

তবে পুলিশের ধারনা এখনও অনেকের ফোনে এই অ্যাপগুলি রয়েছে। এর থেকে অন্যান্য ফোনে জোকার ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 

  • 5/7

পুলিশের তরফ থেকে অ্যাপগুলির নামও সামনে আনা হয়েছে। এই অ্যাপগুলি হল Auxiliary Message, Element Scanner, Fast Magic SMS, Free CamScanner, Go Messages, Super Message, Super SMS, Travel Wallpapers।
 

  • 6/7

জোকার ম্যালওয়্যার একটি অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যার এবং এটি ক্রমাগত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে টার্গেট করে। এটি ২০১৭ সালে প্রথম ধরা পড়ে। কুইক হিলের গবেষকদের মতে, জোকার ভাইরাস ব্যবহারকারীর ডেটা হাতিয়ে নেয়।
 

  • 7/7

পুলিশ জানিয়েছে, এই ভাইরাস ফোনে থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও টার্গেট করে। ফলে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 
 

Advertisement
Advertisement