Advertisement

টেক

এক রিচার্জে চলবে ১১ মাস, JIO নিয়ে এল সবচেয়ে সস্তার প্ল্যান, সঙ্গে একগুচ্ছ সুবিধা

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Apr 2023,
  • Updated 4:33 PM IST
  • 1/10

জিও (JIO) নিয়ে এল সবচেয়ে সস্তা প্ল্যান। যার খরচ মাত্র ৮৯৫ টাকা। আর চলবে ১১ মাস পর্যন্ত। পাওয়া যাবে আরও অন্যান্য সার্ভিসও।

  • 2/10

ভ্যালু ফর মানি প্ল্যান

JIO গ্রাহকদের জন্য একাধিক প্ল্যান নিয়ে এসেছে, যা কোম্পানি সস্তায় দিচ্ছে। পাশাপাশি দামি একাধিক প্ল্যান সামনে এনেছে। কিন্তু কিছু প্ল্যান ভ্যালু ফর মানি রাখা হয়েছে।

  • 3/10

এমনই কিছু প্ল্যান জিওর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই লিস্টে একটি প্ল্যান রয়েছে ৮৯৫ টাকার। যার ১১ মাসের বেশি ভ্যালিডিটি দিচ্ছে।

  • 4/10

৩৩৬ দিন পর্যন্ত ভ্যালিডিটি। এই রিচার্জ প্ল্যান অত্যন্ত স্পেশাল। ৮৯৫ টাকার প্ল্যানে ইউজার্সটা ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। ২৮ দিনের সাইকেলের হিসেবে ইউজারসরা মোট ১২ টি সার্ভিস সাইকেল পাবে।

  • 5/10


কতটা ডেটা পাওয়া যাবে

এই প্ল্যানে ডাটা কলিং এবং এসএমএসের বেনিফিটও পাবেন ইউজার্স। সঙ্গে ২৪ জিবি ডাটা পাবেন।

  • 6/10

২৮ দিনের জন্য ২ জিবি ডেটা এতে ইউজারসরা ২৮ দিনের ভ্যালিডিটির জন্য 2gb ডেটা পাবেন। এই সাইকেলে ইউজার্সরা ২ জিবি ডেটা পাবেন।

  • 7/10

এসএমএস এবং কলিং এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া কনজিউমারসেরা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন। ইউজার্স ২৮ দিন পর্যন্ত ৫০ টি এসএমএস পাঠাতে পারবেন।

  • 8/10

অ্যাডিশনাল বেনিফিটটাও পাওয়া যাবে। ডেটার মতো কিছু সার্ভিস আলাদা করে ২৮ দিনের জন্য পাওয়া যাবে। ডেটা কলিং এর সঙ্গে ইউজারস বা অ্যাডিশনাল বেনিফিটসও পাবেন।

  • 9/10

জিও অ্যাপের অ্যাক্সেস

জিও রিচার্জ প্ল্যানে  কনজিউমার্স জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড এর অ্যাক্সেস পাবেন।

 

  • 10/10

কাদের জন্য মিলবে বেশি সুবিধা?

মাথায় রাখতে হবে যে জিওর এই প্ল্যান সমস্ত ইউজারদের জন্য নয়। বরং এই সুবিধা শুধুমাত্র জিও ফোন ইউজারসটাই পাবেন।

Advertisement
Advertisement