Advertisement

টেক

Flipkart 'মহাসেল'! iPhone-Samsung সহ একাধিক স্মার্টফোনে ব্যাপক ডিসকাউন্ট

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Jul 2021,
  • Updated 4:02 PM IST
  • 1/6

ফ্লিপকার্টে আসছে মহাসেল। আইফোন ১২, পোকো X৩ প্রোর সঙ্গে আরও বেশ কিছু স্মার্টফোনে মিলবে দারুন ছাড়। ফ্লিপকার্ট বিগ সাইজ সেলের শুরু হচ্ছে ২৫ জুলাই। ২৯ জুলাই পর্যন্ত সেল চলবে। চার দিনের সেলে মিলবে নানা রকম গেজেটে দারুণ অফার।

  • 2/6

এই সেলের মধ্যে ব্র্যান্ডেড স্মার্টফোনে রয়েছে বিভিন্ন রকম আকর্ষণীয় অফার। বিশেষ করে ফ্লিপকার্টের প্লাস মেম্বারদের জন্য এই সেল একদিন আগেই শুরু হয়ে যাবে। অর্থাৎ প্লাস মেম্বার যাঁরা রয়েছেন, তাঁরা ২৪ জুলাই থেকে এই সুবিধা পাবেন। বাকিরা ২৫ জুলাই থেকে সুবিধাটি পাবেন।

  • 3/6

এই নিয়ে ফ্লিপকার্টে কিছু অফার এর বিষয়ে বলা হয়েছে। অফারগুলি মধ্যে তফাৎ মধ্যে রয়েছে। ফ্লিপকার্টে অবশ্য সব অফার নিয়ে খোলসা করেনি। তবে মনে করা হচ্ছে হাতে এখনো যেহেতু এক সপ্তাহ সময় রয়েছে তার আগেই ফ্লিপকার্ট বিস্তারিত জানাবে।

  • 4/6

আইসিআইসি ব্যাংকের কাস্টমাররা ১০ শতাংশ অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। এখানে বিশেষ ছাড়ের ক্ষেত্রে স্মার্টফোনের ব্যাপারে কিছু বলা হয়েছে। তার মধ্যে রয়েছে নানা রকম অফার। পোকো এক্স৩ প্রো ২৩ হাজার ৯৯৯ টাকা দাম। এই সেলে সেটি মিলবে ১৭ হাজার ২৫০ টাকায়। ১০ শতাংশ ছাড় মিললে আরও ছাড়।

  • 5/6

ছাড় মিললে প্রায় ২৪ হাজার টাকা দামের মোবাইল ১৫ হাজার টাকার মধ্যে বাড়ি নিয়ে আসতে পারবেন। এই স্মার্টফোনের মধ্যে ৬ জিবি র্যাম এর সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এরমধ্যে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এতে আছে রিয়ার এবং কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল।

  • 6/6

অন্য ফোনে যেমন আইফোনের অন্য় মডেলে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হবে সেটা অবশ্য এই মুহূর্তে খোলসা করা হয়নি। দুই-একদিনের মধ্যেই কোম্পানি এ বিষয়ে বিস্তারিত জানাবে। আইফোন মিনি থাকছে সেলে। সেলের মধ্যে স্যামসাং ফোন রয়েছে। যাতে  ৭ হাজার এমএএইচ এর ব্যাটারি রয়েছে। যার মধ্যে জিওমি, এমআই এর মতো ফোন রয়েছে ফ্লিপকার্ট এ সেল এর তালিকায়। 

Advertisement
Advertisement