Advertisement

টেক

Realme C30 Selling Start AT Cheap Price: Realme C30 বিক্রি শুরু আজ, সস্তার এই ফোনের দাম কত জানেন?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Jun 2022,
  • Updated 12:24 PM IST
  • 1/8

Realme C30 আজ দেশে প্রথমবার পাওয়া যাবে। এই স্মার্টফোনে সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। দুপুর ১২ টা থেকে তা বিক্রি শুরু হয়ে যাবে।

  • 2/8

Realme C30 কোম্পানির এন্ট্রি লেভেলের স্মার্টফোন। এই স্মার্টফোন অ্যাফরডেবল স্মার্টফোনের মধ্যে একটি এই ফোনে UniSoC প্রসেসর 3gb পর্যন্ত ram এর সঙ্গে দেওয়া হচ্ছে।

  • 3/8

Realme C30 বড় স্ক্রিনের সঙ্গে 5000mh ব্যাটারি দেওয়া হয়েছে। এর অন্য হাইলাইটস এর মধ্যে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনের ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড দেওয়া হয়েছে।

  • 4/8

Realme C30 ৭ হাজার ৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এর দাম ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য এর অন্য মডেল ৬ জিবি রেম ৩২ জিবি ভেরিয়েন্ট টি.৮২৯৯ পর্যন্ত দেওয়া হয়েছে।

  • 5/8

এই স্মার্ট ফোন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং রিয়েলমি স্টোরে পাওয়া যাবে। লঞ্চ অফারে কোম্পানি এতে ৫ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নেট ব্যাঙ্কিং ইউজারদের জন্য দিচ্ছে। কিন্তু এই অফার আইসিআইসিআই ব্যাঙ্ক কাস্টমারদের জন্য শুধুমাত্র দেওয়া হচ্ছে।

  • 6/8

Realme C30 তে ৬.৫-ইঞ্চির HD+ LCD স্ক্রিন দেওয়া হয়েছে।.এর পিক্সেল রেজলিউশন 1600 x 720. এর পিক ব্রাইটনেস 400nits পর্যন্ত আছে। এতে স্ট্যান্ডার্ড 60Hz রিফ্রেশ রেড দেওয়া হয়েছে। এই ডিভাইসে অক্টাকোর UniSoC T612 প্রসেসর দেওয়া হয়েছে।

  • 7/8

এর মধ্যে Mali G57 GPU, 3GB পর্যন্ত LPDDR4X রেম এবং 32GB UFS2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। ইউজার্সরা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়াতে পারেন। এই এন্ট্রি লেভেলের স্মার্টফোনের ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

 

  • 8/8

এই স্মার্টফোনের 5 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরাও দেওয়া হয়েছে এই ফোনে 5000mah ব্যাটারি এবং 10w চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।এর মধ্যে  3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। Lake Blue এবং Bamboo Green কালর অপশনে পাওয়া যাচ্ছে।

Advertisement
Advertisement