Advertisement

টেক

Royal Enfields Cheapest Bike: Royal Enfield-এর বিপ্লব, ঝড়ের গতিতে বিকোচ্ছে সস্তার এই মোটরবাইক

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Feb 2023,
  • Updated 6:45 PM IST
  • 1/10

Royal Enfields Cheapest Bike:দেশের বিখ্যাত বাইক নির্মাতা কোম্পানি রয়াল এনফিল্ড প্রায় ছয় মাস আগে তার ঘরোয়া বাজারে নিজেদের সবচেয়ে সস্তা বাইক হান্টার 350 লঞ্চ করে দিয়েছে। বাজারে আসতেই এই বাইক দারুন রিঅ্যাকশন দিয়েছে এবং গ্রাহকদের মধ্যে দুর্দান্ত রেস্পন্স পাওয়া গিয়েছে।

  • 2/10

কোম্পানির দাবি যে মাত্র ছয় মাসের মধ্যে এই বাইক এক লক্ষ ইউনিটের বেশি বিক্রি হয়ে গিয়েছে। এই বাইকে সবচেয়ে বিশেষ বিষয় হলো এটি পাওয়ারফুল ইঞ্জিন এবং সস্তা দাম কোম্পানি দেড় লাখ টাকা শুরুর দামে লঞ্চ করেছে।

  • 3/10

হান্টার 350 যে প্লাটফর্মের উপর বেস্ড যার উপর ক্লাসিক 350 এবং মেটিওর ৩৫০ নির্মাণ করা হয়েছে। এই রোডস্টার বাইকে কোম্পানি রিয়ার ড্রপ শেপ ফিউল ট্যাঙ্ক এবং সার্কুলার হেডলাইট দিয়েছে।

  • 4/10

এ ছাড়া রাউন্ড শেপ ইন্সট্রুমেন্ট কন্ট্রোল এবং স্টাইলিশ টেল এর সঙ্গে এই বাইকে সুদৃশ্য সাইলেন্সার দেওয়া হয়েছে। যা জনপ্রিয় হয়েছে। বিশেষ করে কলেজ স্টুডেন্টদের জন্য এই বাইক অত্যন্ত পছন্দের জায়গা দখল করে নিয়েছে।

  • 5/10

স্টুডেন্টদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বাইক। ৩৪৯ সিসি ক্ষমতা সম্পন্ন সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা ২০.২ বিএইচপি দমদার পাওয়ার এবং ২৭ এনএমের টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনকে ফাইভ স্পিড গিয়ার বক্স জুড়ে দেওয়া হয়েছে। অন্য ৩৫০ সিসি বাইক দেখতে পাওয়া যায়।

  • 6/10

রয়েল এনফিল্ড হান্টার ডুয়েল চ্যানেল ইন এন্টি লক ব্রেকিং সিস্টেম এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দুটো ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। 

  • 7/10

এই বাইকে ১৭ ইঞ্চির স্পোক বা অ্যালোয় হুইলও শামিল করা হয়েছে। যা বাইকটিকে আরও আকর্ষণীয় করেছে। স্পোক ওয়ালা আর অ্যালয় হুইলওয়ালা দুটো ভেরিয়েন্টেই পাওয়া যাবে। 

  • 8/10

ব্রেকিং এর জন্য ফ্রন্টে ৩৫০ মিলিমিটারের  এবং রিয়ারে ২৭০ মিলিমিটার ইউনিটের ব্যবহার করা হয়েছে। এই বাইকের মোট ওজন ১৮১ কেজি এবং এটি ভারতের সবচেয়ে হালকা রয়েল এনফিল্ড বাইক।

  • 9/10

গ্লোবাল মার্কেটে হান্টারের জনপ্রিয়তা হান্টার 350 কোম্পানি গ্লোবাল মার্কেটে প্রেস করেছে এবং এটি ইন্দোনেশিয়া জাপান কোরিয়া এবং থাইল্যান্ডের মতো বাজারে আগেই লঞ্চ করে দেওয়া হয়েছে।

 

  • 10/10

ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউকে, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকো এবং ওসিনিয়াতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশে একাধিক পুরস্কার জিতেছে। ভারতের মার্কেটের সঙ্গে সঙ্গে এটি গ্লোবাল মার্কেটেও নিজের আধিপত্য তৈরি করছে।

Advertisement
Advertisement