Advertisement

টেক

Interesting Facts: মৃত্যুর সময় ঘনিয়ে এল? বলে দেবে চোখ, এল নতুন টেকনোলজি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jan 2022,
  • Updated 7:14 PM IST
  • 1/6

চোখের (Eye) দিকে তাকালে ভালোবাসা, রাগ, ঘৃণা, সুখ, ভয় এমনকি মৃত্যুও দেখা যায়। কারো চোখ দেখেই আন্দাজ করা যায় কখন তাঁর মৃত্যু হবে। 
 

  • 2/6

ইংল্যান্ডের বিজ্ঞানীরা এমন একটি অ্যালগরিদম তৈরি করেছেন। চোখের রেটিনা স্ক্যান করলেই বলে দেবে কত দিন, মাস বা বছরে আপনার মৃত্যু হতে চলেছে।
 

  • 3/6

এই অ্যালগরিদমটি সাড়ে তিন বছরের মধ্যে ব্রিটেনের ৪৭ হাজার মানুষের ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮৭১ জন মারা গেছে যারা হয় মধ্যবয়সী বা বয়স্ক। এই অ্যালগরিদমের মাধ্যমে তাদের চোখ পরীক্ষা করা হয়।
 

  • 4/6

অ্যালগরিদম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের মৃত্যু সামনে আসে। এটা সত্যি যে আপনি যখন বুড়ো হতে শুরু করেন, তখন আপনার শরীরে অনেক পরিবর্তন ঘটে।
 

  • 5/6

যাইহোক, বয়স বৃদ্ধির প্রভাব সব ব্যক্তির উপর একই রকম নয়। একজন মানুষের চোখের দিকে তাকালে তার প্রকৃত বায়োলোজিক্যাল বয়সও নির্ণয় করা যায়।
 

  • 6/6

এর সঙ্গে ভবিষ্যতে একজন ব্যক্তির স্বাস্থ্য কেমন থাকবে তাও জানা যাবে। এই কারণেই ইংল্যান্ডের একজন বিজ্ঞানী মেশিন লার্নিংয়ের মাধ্যমে একটি অ্যালগরিদম তৈরি করেছেন যা রেটিনা পরীক্ষা করে মৃত্যুর সময় ভবিষ্যদ্বাণী করতে পারে।
 

Advertisement
Advertisement