Advertisement

টেক

Whatsapp Ban: ভারতে ১ মাসে ১৮ লক্ষের বেশি WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ! কেন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2022,
  • Updated 11:43 AM IST
  • 1/6

জানুয়ারি মাসে কয়েক লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করেছে তাৎক্ষণিক বার্তা প্রেরক অ্যাপ হোয়াটসঅ্যাপ। রিপোর্ট বলছে,শুধু জানুয়ারি মাসেই ১৮ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে নিষিদ্ধ হয়েছে অ্যাকাউন্টগুলি।  

  • 2/6

প্রতি মাসেই রিপোর্ট প্রকাশ করে হোয়াটসঅ্যাপ। তাতে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করায় নিষিদ্ধ করা হয়েছে ওই অ্যাকাউন্টগুলিকে। অর্থাৎ সংস্থার নির্দিষ্ট নীতি ভাঙা হয়েছে। 

  • 3/6

কোনও অ্যাকাউন্ট নিয়ে কোম্পানির কাছে অভিযোগ গেলে প্রমাণসাপেক্ষে তা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। ২২৮টি অভিযোগ গিয়েছিল তাদের কাছে। এর মধ্যে ২৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। 
 

  • 4/6

কোম্পানির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে ১৮,৫৮,০০০ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সংস্থার দাবি, অ্যাকাউন্টের অপব্যবহারের আগে পদক্ষেপ করতে চায় হোয়াটসঅ্যাপ। 

  • 5/6

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার করলে ব্যবস্থা নেয় সংস্থা। রেজিস্ট্রেশনের সময় লাইফস্টাইল, মেসেজিং এবং নেতিবাচক মন্তব্য সামিল থাকে। 

  • 6/6

আগাম সতর্কতা না দিয়ে অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিতে পারে WhatsApp। একবার নিষিদ্ধ হলে ফের ওই নম্বরে অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যবহারকারীকে দেখায়- Your phone number is banned from using WhatsApp. Contact support for help। আপনার অ্যাকাউন্ট যদি ভুল করে বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে সংস্থাকে ইমেল করে আবেদন করতে পারেন। 
 

Advertisement
Advertisement