Advertisement

টেক

Signs of Phone Hacked: কোন ৫ লক্ষণে বুঝবেন ফোন হয়েছে হ্যাক? জেনে হন সাবধান

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • Updated 2:46 PM IST
  • 1/8

ফোন হ্যাক হয়ে যাওয়ার ঘটনা এখন আকছার ঘটে। আর ফোন একবার হ্যাক হয়ে গেলে সেখানে থাকা সব তথ্য ও ছবি পেয়ে যায় জালিয়াতরা। তারপর সেগুলি নিজেদের ইচ্ছে মতো করে ব্যবহার। 
 

  • 2/8

এছাড়া ফোন হ্যাক হওয়ার পর আপনার ব্যাঙ্কের তথ্যও পেয়ে যেতে পারে জালিয়াতরা। যার ফলে টাকা পয়সাও উবে যেতে পারে। তাই সাবধান হন।

  • 3/8

এখন প্রশ্ন হল, ফোন হ্যাক হয়ে গেলে বুঝবেন কীভাবে? বিশেষজ্ঞদের মতে, সেটা খুব সহজেই বোঝা সম্ভব। এক্ষেত্রে ফোনে কিছু লক্ষণ ফুটে ওঠে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

  • 4/8

ফোনের পারফরম্যান্স কমে গেলেও সাবধান হতে হবে। হঠাৎ করে অ্যাপ ফ্রিজ, অ্যার ক্র্যাশ হতে শুরু করলে সাবধান হন। এর পিছনে হ্যাকিং থাকতে পারে। 

  • 5/8

ব্যাটারি হু হু করে কমছে? ফোন অহেতুক হচ্ছে গরম? এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ হলেও সাবধান হন। এর পিছনেও থাকতে পারে হ্যাকিংয়ের সমস্যা। 

  • 6/8

ফোনে বারবার পপ আপ উঠলেও ভাববেন কিছু একটা সমস্যা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রথমে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে বড়সড় সমস্যা হতে পারে। 

  • 7/8

ফোনে নিজের ইমেল খুলতে পারছেন না? অন্যান্য অ্যাকাউন্টে হঠাৎ ঢুকতে সমস্যা হচ্ছে? তাহলে সাবধান হন। কারণ, এমনটা হওয়ার পিছনেও থাকতে পারে হ্যাকিংয়ের সমস্যা।

  • 8/8

নতুন নতুন অ্যাপ ফোনে ইনস্টল হলে সাবধান হন। সবার প্রথমে এই সব আপডেট আনইলস্টল করতে হবে। তারপর প্রয়োজন হলে বিশেষজ্ঞের নিন পরামর্শ। 

Advertisement
Advertisement