WhatsApp Voice Transcription Service: হোয়াটসঅ্যাপ (WhatsApp) দুনিয়ার অন্যতম এক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এবার তার মুকুটে নতুন এক পালক যুক্ত হতে পারে। তেমন হলে তার আকর্ষণ আরও বেড়ে যাবে। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, তারা ভয়েস ট্রান্সক্রিপশন (Voice Transcription) নিয়ে কাজ করছে। এর আগে তারা থার্ড পার্টি অ্যাপের সাহায্যে এই পরিষেবা আনার চেষ্টা করেছিল। এবরা নিজেরা তা করতে চাইছে। তেমনই জানা গিয়েছে।
সেই কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, এই নয়া পরিষেবা অপশনাল হতে পারে। মানে যারা চাইবেন না, তারা এই পরিষেবা না-ও নিতে পারেন।
এর মধ্যেই হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি নতুন পরিষেবা নিয়ে এসেছে। আর তা হল চ্যাট ব্যাক আপের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন।
ডব্লুএবিটাইনফো সূত্রে জানানো হচ্ছে, হোয়াটসঅ্য়াপ (WhatsApp) ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার আনার ব্য়াপারে কাজ করা হচ্ছে। মানে হল ওই অ্যাপের সাহায্য়ে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন (Voice Transcription) হবে। একটি রিপোর্টে বলা হয়েছে, আমরা ইতিমধ্যে এই সম্ভাবনার কথা বলেছি। চার মাসে আগে ভয়েস ট্রান্সক্রিপশনে নিয়ে কথা হয়েছে।
তবে এর জন্য একটি এক্সটারনাল অ্যাপের দরকার ছিল। কারণ হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ এই ফিচার ছিল না। তবে এখন অনেক কিছু বদলে গিয়েছে। আমরা বলতে পারি, হোয়াটসঅ্যাপ ভয়েস ট্রান্সক্রিপশন (Voice Transcription) নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে।
জানানো হয়েছে, ট্রান্সক্রিপশন করার জন্য আপনার মেসেজ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সার্ভারে পাঠানো হবে না। অ্যাপেলে সেই সুবিধা পাওয়া যায়। রিপোর্টে বলা হয়েছে, আপনার ভয়েস মেসেজ অ্যাপেলকে নিজেদের ভয়েস রেকগনিশন টেকনোলজি আরও ভাল করতে সাহায্য করবে। তবে এটি সরাসরি আপনার পরিচয়ে লিঙ্কড হবে না। এই পরিষেবা অপশনাল।
তবে আপনি কোনও মেসেজ ট্রান্সক্রাইব করতে চাইলে অনুমতি নিতে হবে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রান্সক্রাইব করার জন্য বিশেষ অনুমতি নিতে হবে। একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, বিশেষ ট্রান্সক্রিপশন সেকশন রয়েছে অ্যাপে। সেখানে আপনি নিজের ভয়েস রেকর্ডিং পেস্ট করতে পারেন। এবং ট্রান্সক্রিপশন ফিচার শুরু করতে পারেন। ডব্লুএবিটাইনফো ওই রিপোর্টে জানিয়েছে, প্রথম বার কোনও মেসেজ ট্রান্সক্রিপ্ট করলে, প্রথম বার ট্রান্সক্রিপশন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেটাবেসে সেভ হবে। তাই আপনাকে একটি ভয়েস মেসেজ বার বার ট্রান্সক্রাইব করতে হবে না।