Advertisement

টেক

Whatsapp-এ শীঘ্রই আসছে নয়া UI, বদলে যাবে কল করার ধরন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2022,
  • Updated 4:45 PM IST
  • 1/6

যতদিন যাচ্ছে ব্যবহারবান্ধব নানা পরিষেবা আনছে হোয়াটসঅ্যাপ। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই আসতে চলেছে ইন-কল ইউজার ইন্টারফেজ। একটি রিপোর্ট অনুযায়ী, তাৎক্ষণিক বার্তা চালাচালি অ্যাপ হোয়াটসঅ্যাপে in-call UI-র সুবিধা মিলবে অ্যান্ড্রয়েড ফোনে। 
 

  • 2/6

অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের কল করার অভিজ্ঞতায় আসবে বিরাট বদল। হোয়াটসঅ্যাপের ফিচার্স নিয়ে প্রতিবেদন করে WABetaInfo। তাদের রিপোর্ট অনুযায়ী, শুধু ব্যক্তিগত কলেই ইন্টারফেজ নয় বরং ডিজাইন গ্রুপ কলেও বদল আসবে। 

  • 3/6

স্ক্রিনশটস-ও শেয়ার করা হয়েছে।  WABetaInfo-র মতে, নতুন আপডেট অ্যান্ড্রয়েড বিটা টেস্টারের জন্য চালু করা হয়েছে। আগামী দিনে সকলেই এই সুবিধা পাবেন। 

  • 4/6

আইওএস বিটা অ্যাপের জন্য ইন্টারফেজ তৈরি হয়নি। তবে ভবিষ্যতে আপডেট করা হবে। 

  • 5/6

ভয়েস কলের ক্ষেত্রে আলাদা আলাদা ওয়ালপেপার ব্যবহারের সুবিধাও পেতে চলেছেন ব্যবহারকারীরা। 

  • 6/6

কত দিনে এই নতুন আপেডট ফোনে আসবে তা এখনও জানা যায়নি। নতুন আপডেট আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। তার পর সেটি চালু হবে।    

Advertisement
Advertisement