Advertisement

টেক

এই ফোনগুলিতে WhatsApp বন্ধ হচ্ছে! আপনি ইউজ করেন না তো?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Sep 2021,
  • Updated 3:52 PM IST
  • 1/9

বেশকিছু ইউজারের জন্য পরিষেবা বন্ধ করতে পারে WhatsApp। বর্তমানে WhatsApp-এর মাসিক সক্রিয় ইউজার ২ বিলিয়নেরও বেশি।
 

  • 2/9

নতুন-পুরনো অনেক ডিভাইসেই কাজ করে WhatsApp। সেখানে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোন, সবই রয়েছে। তবে এবার সংস্থা জানিয়েছে পুরনো ডিভাইসের ক্ষেত্রে আর মিলবে না পরিষেবা। 
 

  • 3/9

এক্ষেত্রে যদি আপনার ফোনটিও যদি পুরনো হয় তাহলে সেটিতেও হয়ত বন্ধ হয়ে যেতে পারে পরিষেবা। এখানে সম্পূর্ণ তালিকা দেওয়া হল।
 

  • 4/9

WhatsApp-র ওয়েবসাইটে যা বলা হয়েছে সেই অনুযায়ী আগামী নভেম্বর মাস থেকে 4.0.4 বা তার ওপরের ভার্সানেই চলবে হোয়াটসঅ্যাপ। আর আইফোনেটর ক্ষেত্রে iOS 10 বা তার ওপরের ভার্সানে চলবে অ্যাপটি। 
 

  • 5/9

এর আগে এই বিষয়ে রিপোর্ট তৈরি করেছিল  WABetaInfo। সেই অনুযায়ী ২০১৩-র আগে তৈরি স্মার্টফোনে নভেম্বরের পর হোয়াটসঅ্যাপ চলবে না। 

  • 6/9

এক্ষেত্রে Samsung Galaxy SII, Galaxy S3 mini, Optimus L5 Dual, Optimus L4 II Dual, Optimus F7, Optimus F5 ফোনগুলিতে ১ নভেম্বর থেরে হোয়াটসঅ্যাপ চলবে না। 

  • 7/9

অন্যদিকে পুরনো iOS-এ চলা স্মার্টফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ iPhone 6S, iPhone 6S Plus, Apple iPhone SE (1st generation)-এ সাপোর্ট করবে না WhatsApp। 
 

  • 8/9

কিছু ফোন, যেগুলি KaiOS সফটওয়্যারে চলছে, সেগুলিতেও হোয়াটসঅ্যাপ চলবে না। 

  • 9/9

এককথায় যাঁরা পুরনো সফটওয়্যারের ফোন ব্যবহার করছেন তাঁরা আগামী ১ নভেম্বর থেকে আর WhatsApp ব্যবহার করতে পারবেন না। 
 

Advertisement
Advertisement