সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সার্ভিস ডাউন হয়ে গিয়েছিল। সার্ভিস কাজ করছিল না। এবার ডাউন হয়ে গেল জি-মেল।
ভারতের বিভিন্ন এলাকায় গুগল সার্চ করেও জিমেল করতে পারছে না। জি-মেলে ই-মেল সেন্ড করতে পারছেন না কেউ, না কোনও ই-মেল আসেও না। কোনও মেলই আসছে না।
সমস্যা বাড়ছে ইন্টারনেট সার্ভিসে। এটা নিয়ে টুইটারে রিপোর্ট করতে শুরু করেছেন। এই মুহূর্তে ট্রেন্ডিং #Gmailgodown. কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত আউটেজ এর কারণ কিছু বলা হয়নি।
ভারতে বিভিন্ন জায়গায় ইউজার জি-মেইল থাকার অভিযোগ করছেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া টাইকুন ফেসবুক আউটেজের শিকার হয়েছিল। ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম ছয় ঘণ্টার বেশি ডাউন ছিল। সঙ্গে হোয়াটসঅ্যাপও। গত সপ্তাহে দুবার ডাউন হয়ে যায়। পরে কোম্পানিতে তাকে জানানো হয়েছিল। রাউটার কনফিগারেশন এর জন্য গড়বড় হয়ে যাওয়ার কারণেই এই রাউটারের সমস্যা হয়। এতে ফেসবুকে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।