প্রযুক্তির ক্ষেত্রে প্রতিদিনই নতুন নতুন কোনও না কোনও কিছু আবিষ্কার হচ্ছে। এমন অনেক পণ্যও বেরিয়েছে, যা খুবই সহায়ক হিসেবে প্রমাণিত হয়েছে। অনেক ডিভাইসই মানুষকে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। তেমনই একটি পণ্য তৈরি করেছে নবম শ্রেণির এক পড়ুয়া।
আসামের ছাত্র অঙ্কুরিত কর্মকার একটি স্মার্ট জুতো তৈরি করেছে, যা দৃষ্টিহীনদের সাহায্য করবে। অঙ্কুরিত অসমের করিমগঞ্জের বাসিন্দা। সে নবম শ্রেণিতে পড়ে। সেন্সর এবং বাজর দিয়ে সজ্জিত একটি স্মার্ট জুতো ডিজাইন করেছে সে। চলুন জেনে নেওয়া যাক এই জুতোর বিশেষত্ব কী এবং কীভাবে সেটি মানুষকে সাহায্য করবে।
কীভাবে কাজ করছে Smart Shoe?
অস্কুরিত যে স্মার্ট জুতো ডিজাইন করেছে তাতে সেন্সর এবং একটি বাজার রয়েছে৷ ব্যবহারকারীর জুতোর সামনে যে কোনও জিনিস আসলে, অর্থাৎ বাধা থাকলে বাজার বাজতে শুরু করবে। সেটি দৃষ্টিহীন ব্যক্তিকে জানান দেবে যে তাঁর সামনে কোনও বস্তু রয়েছে। ফলে তিনি সহজেই নিজের পথ পরিবর্তন করতে পারবেন। তবে জুতোটি বাস্তবেই কতোটা কাজ করছে তা এখনও জানা যায়নি।
অঙ্কুরিত কর্মকার কী বলছে?
এএনআই জানাচ্ছে অঙ্কুরিত কর্মকারের স্মার্ট স্যু সম্পর্কে কথা বলার সময় জানিয়েছে,'যদি ব্যবহারকীরা পথে কিছু থাকে, তবে সেন্সর তা সনাক্ত করবে। এর পরে, Buzzer ব্যবহারকারীকে সতর্ক করবে। বাজার বেজে উঠার সঙ্গে সঙ্গে দৃষ্টিহীন ব্যক্তি সহজেই সতর্ক হয়ে যাবেন এবং সংঘর্ষ এড়িয়ে সহজেই পথ পরিবর্তন করতে পারবেন।
অঙ্কুরিত বিজ্ঞানী হতে চায়। সে জানাচ্ছে, যে তার স্বপ্ন একজন বিজ্ঞানী হওয়া এবং আরও এমন ডিভাইস তৈরি করা যা মানুষকে সাহায্য করবে। সে জানাচ্ছে, 'দৃষ্টিহীনদের জন্য স্মার্ট জুতো বানিয়েছি। আমার লক্ষ্য একজন বিজ্ঞানী হওয়া। এই ধরনের কাজ আরও করে যাবো, যা মানুষের জীবনকে সহজ করে তুলতে পারে।'
আরও পড়ুন - Vodafone Idea-র অ্যাপেই ফ্রি-তে শিখুন ইংরেজি, পাবেন চাকরিও