Advertisement

Pulsar F250: বাজারে আরও একটা পালসার লঞ্চ Bajaj-এর, সস্তাতেই ২৫০ সিসির সাধপূরণ

2024 Bajaj Pulsar F250: আবার আরও একটা পালসার আনল বাজাজ। লঞ্চ হল Bajaj Pulsar F250 2024। দাম শুরু হচ্ছে 1.51 লক্ষ টাকা থেকে(এক্স-শোরুম, দিল্লি)। ভারতে পালসার NS400Z কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। তার পরপরই বাজাজ নতুন Pulsar F250-কে লঞ্চ করল। শোরুমে বাইক আসতে শুরু করেছে।

Bajaj Pulsar F250-এর দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2024,
  • अपडेटेड 6:00 PM IST
  • আবার আরও একটা পালসার আনল বাজাজ। লঞ্চ হল Bajaj Pulsar F250 2024।
  • দাম শুরু হচ্ছে 1.51 লক্ষ টাকা থেকে(এক্স-শোরুম, দিল্লি)।
  • ভারতে পালসার NS400Z কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে।

2024 Bajaj Pulsar F250: আবার আরও একটা পালসার আনল বাজাজ। লঞ্চ হল Bajaj Pulsar F250 2024। দাম শুরু হচ্ছে 1.51 লক্ষ টাকা থেকে(এক্স-শোরুম, দিল্লি)। ভারতে পালসার NS400Z কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। তার পরপরই বাজাজ নতুন Pulsar F250-কে লঞ্চ করল। শোরুমে বাইক আসতে শুরু করেছে।

ডিজাইনের দিক থেকে, 2024-এর Pulsar F250 2023-র মতোই। তবে লুকসে একটু-আধটু বদল আনা হয়েছে। নতুন কালো রঙ আনা হয়েছে। বাইকে লাল এবং সাদা গ্রাফিক্স দেওয়া হয়েছে। ফলে কিছুটা আপডেটেড গ্রাফিক্স বলা যেতেই পারে।

পালসার F250 এবং 2024 Pulsar N250-র মধ্যে একটিই প্রধান ভিজ্যুয়াল পার্থক্য- ফেয়ারিংয়ে। অপর একটি পার্থক্য হল যে, নেকেড নগ্ন বাইকটিতে একটি USD ফর্ক আছে। এদিকে F250-তে নরমাল টেলিস্কোপিক ফর্ক৷ সম্ভবত দাম জনসাধারণের বাজেটের মধ্যে রাখতে এমনটা করা হয়েছে।

ফিচার্সদের দিক থেকে, বাজাজ পালসার রেঞ্জের বাকি বাইকের মতো পালসার F250-এও একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন ফিচার্স রয়েছে। এছাড়াও, এটি Pulsar N250 2024-এর মতো তিনটি ABS মোড- রেইন, রোড এবং স্পোর্ট রয়েছে।

F250-এ 249.07cc, অয়েল-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এতে 8750rpm-এ 24bhp এবং 6,500rpm-এ 21.5Nm পাওয়ার জেনারেটর করে৷ ফাইভ স্পিড গিয়ারবক্স রয়েছে। F250-এ N250-র মতো একই ফ্রেম এবং চাকা রয়েছে। একইরকমের 140-সেকশনের রিয়ার টায়ার থাকছে।

F250-এর দাম Pulsar N250-র সঙ্গে সমান রেখেছে। সাধারণত ফেয়ারিং থাকা বাইকের দাম নেকডের তুলনায় কিছুটা বেশি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement