Advertisement

Airtel-Jio-র সঙ্গে এবার 'খেলা হবে'! BSNL লঞ্চ করছে 4G, কবে?

রিপোর্ট বলছে, BSNL 4G পরিষেবা এই বছর ১৫ অগাস্ট লঞ্চ করা হতে পারে। BSNL এই 4G পরিষেবা তাদের প্রযুক্তি পার্টনার Tata Consultancy Services (TCS)-এর সঙ্গে মিলে করবে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Feb 2022,
  • अपडेटेड 11:27 AM IST
  • লঞ্চ হচ্ছে বিএসএনএল ৪জি
  • হতে পারে ১৫ অগাস্ট
  • একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট

Bharat Sanchar Nigam Limited (BSNL) ধীর ধীরে নিজেদের 4G পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে জারি করছে। তবে সারা দেশে এটা লঞ্চ করা নিয়ে সংস্থা এখনও কিছু জানায়নি। আর এবার সেই নিয়েই এল এক নয়া রিপোর্ট।  সেই রিপোর্ট বলছে, BSNL 4G পরিষেবা এই বছর ১৫ অগাস্ট লঞ্চ করা হতে পারে। BSNL এই 4G পরিষেবা তাদের প্রযুক্তি পার্টনার Tata Consultancy Services (TCS)-এর সঙ্গে মিলে করবে। 

BSNL-এর কনজিউমার মোবালিটি ডিরেক্টর Sushil Kumar Mishra The Times of India-কে জানিয়েছেন যে, এটাই প্রথমবার যেখানে 4G পরিষেবায় ভারতীয় প্রযুক্তি ব্যবহার হবে। একইসঙ্গে টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে প্রবেশ ঘটবে TCS-এরও। BSNL 4G পরিষেবা বাড়ানোর ক্ষেত্রে সংস্থার এক্সিকিউটিভ বলেন, সারা দেশে ১ লক্ষ টাওয়ার বসানোর পরকল্পনা রয়েছে তাঁদের। তার মধ্যে শুধু বিহারেই লাগানো হবে চার হাজার টাওয়ার। 

Sushil Kumar Mishra আরও বলেন, স্মার্ট টাওয়ারের পরিবর্তে মনোপোল্স দিয়ে যাত্রা শুরু করবে বিএসএনএল। সংস্থার দিল্লি ও মুম্বইতে 4G পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, বিএসএনএল ১৫ অগাস্ট 4G পরিষেবা চালু করবে তেমনটা যে এই প্রথমবার জানা যাচ্ছে তা নয়, এর আগে জানুয়ারি মাসে The Economic Times-এর একটি রিপোর্টেও এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল। 

আরও পড়ুনশরীরে এই লক্ষণগুলি দেখছেন? বিপদ! আগে মোবাইল দূরে সরান

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement