Advertisement

আপনিও কি এই ৪ ভুল করেন? বোমের মতো ফেটে যেতে পারে সাধের স্মার্টফোন!

মানুষ এতে মোবাইল কোম্পানিকে দায়ী করে। কিন্তু, কখনও কখনও ভুলটা গ্রাহকেরও হয়।

মোবাইল
Aajtak Bangla
  • ,
  • 25 Nov 2022,
  • अपडेटेड 7:24 PM IST
  • স্মার্টফোনের ব্যাটারি ফাটার খবর মাঝেমধ্যেই শোনা যায়।
  • মানুষ এতে মোবাইল কোম্পানিকে দায়ী করে। ।
  • কিন্তু, কখনও কখনও ভুলটা গ্রাহকেরও হয়

স্মার্টফোনের ব্যাটারি ফাটার খবর মাঝেমধ্যেই শোনা যায়। মানুষ এতে মোবাইল কোম্পানিকে দায়ী করে। কিন্তু, কখনও কখনও ভুলটা গ্রাহকেরও হয়। যদি স্মার্টফোনের কোনো ত্রুটি নাও থাকে তা সত্ত্বেও ব্যবহারকারীর অসতর্কতার কারণে ফোনের ব্যাটারি ফেটে যেতে পারে বা মোবাইলে আগুন লেগে যেতে পারে। ব্যবহারকারীর একটু অসাবধানতা অনেক ক্ষতিকর হতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর জীবনও চলে যেতে পারে। এমতাবস্থায়, সাবধানে ফোন ব্যবহার করা প্রয়োজন।

সম্প্রতি ওয়ানপ্লাস নর্ড ২ ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। একই কাণ্ড ঘটেছে রিয়েলমি এক্সটি, স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোনেও। বিভিন্ন কারণে আপনার ফোন গরম হয়ে যেতে পারে বা ফাটতে পারে ফোনের ব্যাটারি। এর জেরে গুরুতর চোট পেতে পারেন ব্যবহারকারী। তাই দেখে নিন এই গরমে নিজের ফোন ঠিক রাখতে কী কী ভুল একেবারেই করবেন না।

স্মার্টফোনে খুব বেশি লোড রাখলে তা গরম হতে শুরু করে। ফোনের মেমোরি ৭৫-৮০ শতাংশ পর্যন্ত খালি রাখা উচিত। এবং একসঙ্গে অনেক অ্যাপ খোলা উচিত নয়।

আসল চার্জার ব্যবহার করুন। সবসময় আসল চার্জার দিয়ে ফোন চার্জ করুন। অনেক সময় আমরা তা উপেক্ষা করি। এটি ফোনের ব্যাটারির ওপর প্রভাব ফেলে। 

আপনিও যদি ফোন চার্জ করার সময় গেম খেলেন বা কথা বলেন, তাহলে তা অবিলম্বে বন্ধ করে দিন। 

অনেক সময় বিস্ফোরণের ক্ষেত্রে দেখা গেছে কেউ কেউ ফোন থেকে ব্যাটারি বের করে ম্যাজিক চার্জার দিয়ে চার্জ করা শুরু করে। যা খুবই বিপজ্জনক।

আরও পড়ুন: ফোন থেকে কীভাবে লিক হয় ব্যক্তিগত ছবি-VIDEO? যে ভুলগুলিতেই বিপদ আসে

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement