Advertisement

কীভাবে সস্তায় কিনবেন iPhone 17? জেনে নিন

শুরু হয়ে গিয়েছে রিপাবলিক ডে-এর সেল। ফ্লিপকার্টে চলছে সব বাম্পার অফার। আর এই সেলে আপনি খুব কম দামে কিনে ফেলতে পারেন একাধিক সামগ্রী। এমনকী iPhone 17-ও পেয়ে যেতে পারেন অনেকটাই সস্তায়।

আইফোন ১৭আইফোন ১৭
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Jan 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • শুরু হয়ে গিয়েছে রিপাবলিক ডে-এর সেল
  • ফ্লিপকার্টে চলছে সব বাম্পার অফার
  • iPhone 17-ও পেয়ে যেতে পারেন অনেকটাই সস্তায়

শুরু হয়ে গিয়েছে রিপাবলিক ডে-এর সেল। ফ্লিপকার্টে চলছে সব বাম্পার অফার। আর এই সেলে আপনি খুব কম দামে কিনে ফেলতে পারেন একাধিক সামগ্রী। এমনকী iPhone 17-ও পেয়ে যেতে পারেন অনেকটাই সস্তায়।

আসলে ২০২৬ সালের এটা প্রথম বড় সেল। রিপাবলিক ডে সেল চলছে ফ্লিপকার্টে। এই সেল শুরু হয়ে গিয়েছে ১৭ জানুয়ারি থেকে। যেখানে একাধিক প্রোডাক্টে মিলছে বড় ডিসকাউন্ট। একাধিক ফোনেও রয়েছে ছাড়। আর সবথেকে বড় কথা এই সেলে iPhone 17-এর দামও অনেকটাই কমে গিয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতদিনে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। তাই যাঁরা এই ফোন কিনতে চান, তাঁদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। তাই পয়সা রেডি রাখুন।

কত দামে হয়েছিল লঞ্চ? 
৮২৯০০ টাকায় এই ফোন লঞ্চ করেছিল অ্যাপেল। আর লঞ্চ করার পরই জনপ্রিয় হয়ে ওঠে ফোন। লাইন দিয়ে মানুষ কিনে নেয় এই ফোন।

তবে সময়ের সরণী বেয়ে আজ এই ফোনের দাম কমেছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম বেশ কিছুটা নেমে গিয়েছে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

ফ্লিপকার্টে রয়েছে এই অফার
এখন ফ্লিপকার্টে খুব কম টাকায় মিলছে এই ফোন। এর দাম রয়েছে মাত্র ৭৪৯০০ টাকা। তাই চাইলে এখন এই ফোনটা কিনে নিতেই পারেন। তাতে বেশ লাভই হবে।

কী কী ডিসকাউন্ট রয়েছে? 
এই ফোনে রয়েছে ৩০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট। এর পাশাপাশি আপনি ৫০০০ টাকার একটা বোনাসও পাবেন। অর্থাৎ মোট ৮০০০ টাকা ছাড়া পেয়ে যাবেন এই ফোন। 

কী বোনাস? 
ফ্লিপকার্টের তরফে জানান হয়েছে, আপনার কাছে যদি কোনও পুরনো ফোন থাকে, তাহলে iPhone 17 কেনার সময় আপনি সেটা এক্সচেঞ্জ করতে পারেন। তাতে পাবেন ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস।

আর এই সব অফার মিলিয়ে আপনি মাত্র ৭৪৯০০ টাকায় ফোনটা কিনে ফেলতে পারেন। 

কী কী ফিচার রয়েছে? 
এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এই স্ক্রিনে চোখ রাখলে তা সরাতে ইচ্ছে করবে না। পাশাপাশি এই ফোনে মিলবে এ১৯ প্রসেসর। যার ফলে এই ফোনের মাধ্যমে গেম খেলা থেকে দৈনন্দিন কাজ, সবই হবে বিদ্যুতের গতিতে। 

Advertisement


এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এক্ষেত্রে ৪৮এমপি প্লাস ৪৮ এমপি ডুয়াল ডিসপ্লে পাবেন। আর সামনে মিলবে ১৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর অ্যাপেলের ক্যামেরায় যে দারুণ ছবি উঠবে, এই কথা তো বলাই বাহুল্য।

 

Read more!
Advertisement
Advertisement