Advertisement

'একদম ফালতু হয়ে গেছে google pay', ক্ষুব্ধ ইউজাররা

Google Pay নিয়ে ক্ষুব্ধ ইউজাররা। UPI ভিত্তিক পেমেন্ট অ্যাপ Google Pay নিয়ে ইউজারদের অভিযোগ, আর ক্যাশব্যাক পাওয়া যায় না এই অ্যাপ থেকে। ইউজাররা এতটাই ক্ষুব্ধ যে, ট্যুইটারে #Gpay ট্রেন্ডিং চলছে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 15 Nov 2022,
  • अपडेटेड 8:34 PM IST
  • Google Pay নিয়ে ক্ষুব্ধ ইউজাররা
  • Google Pay নিয়ে ইউজারদের অভিযোগ, আর ক্যাশব্যাক পাওয়া যায় না

Google Pay নিয়ে ক্ষুব্ধ ইউজাররা। UPI ভিত্তিক পেমেন্ট অ্যাপ Google Pay নিয়ে ইউজারদের অভিযোগ, আর ক্যাশব্যাক পাওয়া যায় না এই অ্যাপ থেকে। ইউজাররা এতটাই ক্ষুব্ধ যে, ট্যুইটারে #Gpay ট্রেন্ডিং চলছে। 

Google Pay একটি মোবাইল পেমেন্ট পরিষেবা। গুগল এটি প্রস্তুত করেছে। Gpay চালু হওয়ার পর প্রচুর ক্যাশব্যাক পাওয়া যেত। ব্যবহারকারীরা এর মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক পেতেন। প্রাথমিক পর্যায়ে কোম্পানি ব্যবহারকারীদের অনেক স্ক্র্যাচ কার্ড দিত। এ কারণে ব্যবহারকারীরা আর্থিকভাবে লাভবান হতেন। ব্যবহারকারীদের অভিযোগ, এখন তাঁরা  ক্যাশব্যাক পান না বললেই চলে।

 

আরও পড়ুন

কোম্পানির এই পলিসিতে ক্ষুব্ধ ব্যবহারকারীরা। Gpay বর্তমানে ব্যবহারকারীদের স্ক্র্যাচ কার্ড দেয় কিন্তু, ব্যবহারকারীরা তার থেকে ডিসকাউন্টের সুবিধা পান। অর্থাৎ ডিসকাউন্ট কুপন শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কোনও নির্দিষ্ট জিনিস কেনা হয়। টুইটারে ট্রেন্ডিং ViralNewly নামের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে যে Gpay শুধুমাত্র মোবাইলের স্ক্রিন পরিষ্কার করার জন্য ঠিক আছে।

এরকম অসংখ্য ট্যুইট প্রতিনিয়ত হচ্ছে। Gpay এখনও ট্যুইটারে ট্রেন্ড করছে। উল্লেখ্য, PhonePe, Google Pay, Paytm এবং CRED Pay-এর সামগ্রিক UPI বাজারে ৯৬.৪ শতাংশ শেয়ার রয়েছে। ভারতের সবথেকে জনপ্রিয় UPI পেমেন্ট অ্যাপ PhonePe। দেশের মোট UPI লেনদেনের 49 শতাংশ এই পেমেন্ট অ্যাপ থেকেই হয়। জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে Google Pay। 

 

Read more!
Advertisement
Advertisement