Advertisement

ফ্রি Wi-fi ব্যবহার খুব সহজ, যে বিষয়টি মাথায় রাখবেন

আচমকা মোবাইলের বা ল্যাপটপে ডেটা শেষ হয়ে গেলে কী করবেন? ফ্রি-তে Wi-fi ব্যবহার করার সুযোগ রয়েছে হাতের কাছেই। আর তা করতে পারেন খুব সহজে। জেনে নিন, কীভাব বিনা পয়সায় ওয়াইফাই ব্যবহার করবেন।

ফ্রিতে পাওয়া যেতে পারে ইন্টারনেট
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Aug 2022,
  • अपडेटेड 5:37 PM IST
  • ফ্রি-তে Wi-fi ব্যবহার করতে পারেন
  • সহজ পদ্ধতি অবলম্বন করে চালান ওয়াইফাই
  • শুধু হ্যাকার্সদের কাছ থেকে সাবধান

কোনও কিছু যদি ফ্রিতে পাওয়া যায়, তাহলে কে পয়সা খরচা করতে চাইবে? আর ফ্রি-এর বিষয়টি যখন এই বিষয়টি ইন্টারনেট ডাটার হয়, তখন তো সোনায় সোহাগা। টেলিকম অপারেটররা বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করেন। কোম্পানি ডেলি ডাটা প্ল্যান থেকে নিয়ে মান্থলি বা ইয়ারলি প্ল্যান পর্যন্ত অফার করে। কোনও কোম্পানি এর উপরে আবার ইউজারদের ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরও ডাটা দেয়। যদিও তা অনেক স্লো কাজ করে। তারপরও যদি জরুরি ডেটা বা ইন্টারনেট ব্যবহার করার দরকার হয়, আর আশপাশে দোকান বা রিচার্জের অপশন না থাকে, কিংবা পকেটমানি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তাদের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবহারের বন্দোবস্ত রয়েছে। তখন আপনি পাবলিক হটস্পট এর সাহায্যে আপনি বিনা পয়সায় খরচা করে ইন্টারনেট চালাতে পারেন।

আরও পড়ুনঃ Darjeeling Toy Train Joy Ride Extra Coach: পুজোয় পর্যটকদের টার্গেট দার্জিলিং, টয়ট্রেনে জয়রাইডে বাড়ছে কোচ

আপনি কিছু জায়গায় ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন এবং কিছু পাবলিক প্লেস রয়েছে যেখানে আপনাকে ফ্রি ওয়াইফাই এর সুবিধা দেওয়া হয়।

কী করে জানবেন কোথায় ফ্রি ওয়াইফাই?

ফ্রি ওয়াইফাই প্রত্যেক জায়গায় পাওয়া যায় না। বরং কিছু বিশেষ জায়গা, যেখানে আপনি এর লাভ তুলতে পারবেন। এমনিতে বেশ কিছু রেলওয়ে স্টেশনে এবং এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই দেওয়া হয়। যেখানে আপনি গিয়ে খুব সহজেই ফোন কানেক্ট করতে পারবেন। সেখানে পাসওয়ার্ড প্রোটেকশনও থাকে না। থাকলেও তা স্টেশন চত্বরে জানিয়ে দেওয়া হয় বা কোথাও লিখে রাখা হয় যাতে সবাই পেতে পারে।

কিন্তু হতে পারে যে আপনি স্টেশন বা এয়ারপোর্ট চত্বর থেকে দূরে থাকেন। তাহলে কীভাবে জানবেন কোথায় যেতে হবে? কিছু অ্যাপ রয়েছে, যেগুলি আপনাকে পাবলিক ওয়াইফাই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে।

Advertisement

এমনই একটি ফিচার, ফেসবুক-এ পাওয়া যায়। 

১. আপনি ফেসবুকের অফিশিয়াল অ্যাপে লগ-ইন করবেন।

২. সেখানে টপ, রাইট কর্নারে আপনি হ্যামবার্গার মেনু দেওয়া হবে। যেখানে ক্লিক করে আপনি Setting and Privacy অপশন দেখতে পাবেন।

৩. আপনাকে এই অপশনের উপর ক্লিক করতে হবে এবং এখানে আপনি Find Wi-Fi  অপশন পাবেন। এর উপরে ক্লিক করতে হবে। এভাবে আপনি আশপাশে উপস্থিত ফ্রি পাবলিক ওয়াইফাই সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুনঃ Skin Glow At Home: এই ফেসপ্যাক রাতে মুখে লাগান, সকালে গ্ল্যামার ফেটে পড়বে

কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে

ভারতে অনেক বেশি ফ্রি-ওয়াইফাই অপশন বেশি পাওয়া যায় না। এখানে বেশিরভাগ অপশন রেলওয়ে এবং এয়ারপোর্টেই পাওয়া যায়। কিছু পাবলিক হটস্পট এর মধ্যে পাওয়া যায়। কিন্তু তাতে আপনাকে মার্চেন্ট লগ ইন করতে হয়। রেলওয়ে স্টেশনে আপনি টাইম লিমিটের সঙ্গে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। কিন্তু কিছু পাবলিক ওয়াইফাই যা আপনাকে ওয়াইফাইয়ের টোপ দিতে পারে। ফ্রি ইন্টারনেটের লোভ দেখিয়ে আপনাকে জালে ফাঁসাতে পারে এই পরিস্থিতিতে আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করার সময় নেটওয়ার্কের বিষয়টি মাথায় রাখবেন। না হলে আপনার পার্সোনাল ডাটা চুরি করে নিতে পারে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement