Advertisement

Internet Speed: আপনার ইন্টারনেটের গতি কত? জানিয়ে দেবে এই ৩ শব্দ

আপনার মোবাইল বা কম্পিউটারে ভিডিও চলছে না? ডিভাইসের ত্রুটি নাকি ইন্টারনেটের স্পিড নেই! কীভাবে বুঝবেন? জেনে নিন উপায়।

ইন্টারনেটের স্পিড দেখবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2022,
  • अपडेटेड 10:15 PM IST
  • ইন্টারনেটের স্পিড নেই!
  • কীভাবে দেখবেন কত স্পিড?
  • গুগলে সার্চ করুন এই তিন শব্দে।

ফোনে বা কম্পিউটারে জরুরি কাজ সারছেন। অথচ 'ধোঁকা' দিচ্ছে ইন্টারনেট। ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখতে গেলেও টানা চলছে না। অথবা কোথাও ভিডিও আপলোড করছেন অথচ পারছেন না আপনি। ইন্টারনেটে গতি নেই। শ্লথ হচ্ছে কাজ। এটা আপনার মোবাইল বা কম্পিউটারের ত্রুটি? নাকি অপারেটরের? অনেক সময় অফিসের সংযোগও শ্লথ থাকে। তাহলে কীভাবে বুঝবেন আপনার ইন্টারনেটের আপলোড বা ডাউনলোডের স্পিড? 

অনেক অ্যাপ রয়েছে যেগুলিতে আপনি ইন্টারনেটের স্পিড দেখতে পারবেন। গুগল-ও এই সুবিধা দেয়। এম-ল্যাবের সঙ্গে এজন্য চুক্তিবদ্ধ গুগল। যার সাহায্যে ইন্টারনেটের গতি পরীক্ষা করতে পারবেন। এই পরীক্ষায় ডেটা খরচ হয়। সেজন্য মোবাইল বা অন্য ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এজন্য এম-ল্যাব কানেক্ট করে আইপি ঠিকানা শেয়ার করতে হবে আপনাকে। গুগলের সাহায্যে কীভাবে দেখবেন ইন্টারনেটের গতি? 

- মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার থেকে Google.com-এ যান। 
- এরপর Run Speed Test সার্চ বারে লিখুন।
- বক্সে দেখিয়ে দেবে আপনার ইন্টারনেটের গতি। এতে লেখা থাকবে,'৩০ সেকেন্ডে চেক করুন আপনার ইন্টারনেটের স্পিড।' স্পিড টেস্টে ন্যূনতম ৪০ এমবি ডেটা খরচ হবে। তবে গতিশালী সংযোগ থাকলে আরও ডেটা লাগতে পারে। 
- বক্সে RUN SPEED TEST বটনে ক্লিক করুন।
- বটনে ক্লিক করলেই আপনার সামনে ইন্টারেনেটের গতি কত সেটা দেখিয়ে দেবে। 
- এই পরীক্ষা করে M-Lab। পরীক্ষার ফল প্রকাশ করে তারাই। আপনার আইপি অ্যাড্রেস ও টেস্ট রেজাল্ট থাকে। এছাড়া আর কোনও তথ্য থাকে না।      

আরও পড়ুন- Suzuki Motor-র বড় সিদ্ধান্ত, ভারতে এই গাড়ির কারখানা খুলছে সংস্থা

আরও পড়ুন- লিটারে ২৫ টাকা বেশি দিয়ে ডিজেল কিনতে হবে কাদের?

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement