Advertisement

iPhone 17 Price in India : iphone 17 সিরিজের একাধিক ফোন লঞ্চ, কেমন দেখতে, কত দাম, কবে থেকে কেনা যাবে? বিস্তারিত

আইফোন ১৭ তে একটি প্রো মোশন ডিসপ্লে রয়েছে। কোম্পানিটি আইফোন ১৬ এর চেয়ে বড় ডিসপ্লে দিয়েছে এতে। এই ফোনে ৪৮-মেগাপিক্সেলের  ক্যামেরা রয়েছে। সেলফির জন্য একটি নতুন ২৪ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এটিই এখনও পর্যন্ত অ্যাপলের সবথেকে হাই রেজুলিউশনের ক্যামেরা। 

iphone 17 iphone 17
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 11:58 PM IST
  • iphone 17 লঞ্চ করল Apple
  • এই সিরিজের চারটি আইফোন লঞ্চ করা হয়েছে

iphone 17 লঞ্চ করল Apple। এই সিরিজের চারটি ফোন লঞ্চ করা হয়েছে। সেগুলো হল iphone 17, iphone 17 air, iphone 17 pro এবং iphone 17 pro max। 

আইফোন ১৭ এর দাম আমেরিকায় ৭৯৯ ডলার এবং ভারতে প্রায় ৭৯,৯০০ টাকা হতে পারে। আইফোন ১৭ প্রো এর প্রারম্ভিক মূল্য ১,১৯৯ ডলার এবং প্রো ম্যাক্স এর দাম ১,২৯৯ ডলার পর্যন্ত হতে পারে। ভারতে, এই দাম ১.২৯ লক্ষ টাকা এবং ১.৪৯ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার শুরু হবে। ফোনের ডেলিভারি এবং স্টোরগুলিতে মিলবে ১৯ সেপ্টেম্বর থেকে। 

আইফোন ১৭ তে একটি প্রো মোশন ডিসপ্লে রয়েছে। কোম্পানিটি আইফোন ১৬ এর চেয়ে বড় ডিসপ্লে দিয়েছে এতে। এই ফোনে ৪৮-মেগাপিক্সেলের  ক্যামেরা রয়েছে। সেলফির জন্য একটি নতুন ২৪ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এটিই এখনও পর্যন্ত অ্যাপলের সবথেকে হাই রেজুলিউশনের ক্যামেরা। 

এবার, আইফোন ১৭ তে প্রো মোশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এর আগে, তা  কেবল প্রো মডেলগুলিতে দেওয়া হত। সঙ্গে সিরামিক শিল্ড ২ সুরক্ষা রয়েছে। তবে ডিজাইনে তেমন নতুনত্ব নেই। দেখতে আইফোন ১৬ এর মতোই।

আইফোন ১৭ তে কোম্পানি A19 চিপসেট দিয়েছে যা ৩এনএমতে তৈরি। এতে ৬ কোরের সিপিইউ রয়েছে ও ৫ কোরের জিপিইউ রয়েছে। কোম্পানি জানিয়েছে, এতে যে কোনও ভারী গেম খেলা যাবে। মোবাইল আরও ফাস্ট চলবে। 

iPhone Air এ কোম্পানির তরফে C1x মডেম দেওয়া হয়েছে। জানো হয়েছে, এর ব্যাটারি ব্যাকআপ সবথেকে ভালো। এই ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে সঙ্গে 2x অপটিক্যাল জুম সাপোর্ট। 

তবে iPhone Air এ কোনও ফিজিক্যাল সিম কার্ড ঢোকাতে যাবে না। শুধুমাত্র eSIM ভেরিয়েন্টে বিক্রি হবে। অর্থাৎ আপনি যদি এই ফোনটি কিনবেন, তাহলে আপনাকে eSIM সক্রিয় করতে হবে। 

iPhone ১৭ প্রোও লঞ্চ হল এদিন। আগেরটির তুলনায় ৪০% ফাস্ট হবে। ফোনের ব্যাক প্যানেলে সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। আগের ভেরিয়েন্টের তুলনায় অনেক বেশি টেকসই হবে। অ্যাপল দাবি করেছে, আইফোন ১৭, আইফোন ১৭ প্রোতে দেওয়া ৩টি ক্যামেরা ৮টি প্রো লেন্সের সমতুল্য। কন্টেন্ট ক্রিয়েটর এবং স্ট্রিমারের জন্য এত শক্তিশালী ক্যামেরা করা হয়েছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement